গাজীপুর প্রতিনিধি

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন মনে করবেন, তাঁরা সে অনুযায়ী মুভমেন্ট করবেন।’
আজ রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেই সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ কথা বলেন।
ইসি মো. আলমগীর বলেন, ‘নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। তারা শুধু আমাদের কাছে জানতে চায় সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী কাজ করছি।’ এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে। আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নিরাপদে আসতে পারবেন। ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জিএমপি পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার ইয়াসির আরেফিন, বিজিবি কমান্ডার রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন মনে করবেন, তাঁরা সে অনুযায়ী মুভমেন্ট করবেন।’
আজ রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেই সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ কথা বলেন।
ইসি মো. আলমগীর বলেন, ‘নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। তারা শুধু আমাদের কাছে জানতে চায় সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী কাজ করছি।’ এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে। আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নিরাপদে আসতে পারবেন। ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জিএমপি পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার ইয়াসির আরেফিন, বিজিবি কমান্ডার রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে