নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগ এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. মোরশেদ আলম শেখ নামের এক চা-দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আসামিকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. গোলাম কবির এই রায় দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ।
দণ্ডিত আসামি মোরশেদ (২৭) বাগেরহাটের পশ্চিমবাগ গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে।
আজ রায় ঘোষণার সময় মোরশেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
মামলার অভিযোগে বলা হয়, সবুজবাগ এলাকায় মামলার বাদীর বাসার পাশের এক দোকানে চা বিক্রি করতেন মোরশেদ। সে সূত্রে তাঁর সঙ্গে বাদীর পরিচয়। বাদীর কিশোরী মেয়ে তাঁকে মামা বলে ডাকত। আসামি ওই এলাকায় একা থাকতেন। তিনি প্রায়ই ওই কিশোরীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বাসায় নিয়ে যেতেন এবং সেখানে তাকে ধর্ষণ করতেন।
সবশেষ ২০২২ সালের ২৮ আগস্ট ভুক্তভোগীকে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন মোরশেদ। শুরুতে ভয়ে কাউকে কিছু না বললেও পরে বিষয়টি সে তার মাকে জানায়। এরপর মোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কিশোরীর বাবা।
মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ১৭ জানুয়ারি মোরশেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার এসআই আজমিন নাহার কিরন।
এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই অভিযোগের বিষয়ে রায় দিলেন আদালত।

রাজধানীর সবুজবাগ এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. মোরশেদ আলম শেখ নামের এক চা-দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আসামিকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. গোলাম কবির এই রায় দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ।
দণ্ডিত আসামি মোরশেদ (২৭) বাগেরহাটের পশ্চিমবাগ গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে।
আজ রায় ঘোষণার সময় মোরশেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
মামলার অভিযোগে বলা হয়, সবুজবাগ এলাকায় মামলার বাদীর বাসার পাশের এক দোকানে চা বিক্রি করতেন মোরশেদ। সে সূত্রে তাঁর সঙ্গে বাদীর পরিচয়। বাদীর কিশোরী মেয়ে তাঁকে মামা বলে ডাকত। আসামি ওই এলাকায় একা থাকতেন। তিনি প্রায়ই ওই কিশোরীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বাসায় নিয়ে যেতেন এবং সেখানে তাকে ধর্ষণ করতেন।
সবশেষ ২০২২ সালের ২৮ আগস্ট ভুক্তভোগীকে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন মোরশেদ। শুরুতে ভয়ে কাউকে কিছু না বললেও পরে বিষয়টি সে তার মাকে জানায়। এরপর মোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কিশোরীর বাবা।
মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ১৭ জানুয়ারি মোরশেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার এসআই আজমিন নাহার কিরন।
এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই অভিযোগের বিষয়ে রায় দিলেন আদালত।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
১০ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
২৭ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে