Ajker Patrika

বাসি-পচা খাবার মজুতের দায়ে মুঘল কাবাবকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসি-পচা খাবার মজুতের দায়ে মুঘল কাবাবকে দুই লাখ টাকা জরিমানা

রাজধানীর পল্টনে অবস্থিত মুঘল কাবাব হাউস নামে একটি রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাসি-পচা মাংস ফ্রিজে মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং বিভিন্ন পণ্য তৈরির তারিখ উল্লেখ না থাকার দায়ে এ জরিমানা করা হয়। 

আজ রোববার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানে রেস্টুরেন্টের রান্নাঘরের ফ্রিজে বাসি খাবার, পচা মাংস, লেবেলবিহীন খাদ্যদ্রব্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। রেস্তোরাঁটির অস্বাস্থ্যকর সব খাবার জব্দ করা হয়। পরে রেস্টুরেন্টের মালিকের উপস্থিতিতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, ‘রেস্টুরেন্টটিতে প্রথম অভিযান হওয়ায় আইন অনুযায়ী সর্বনিম্ন দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের সংশোধন হওয়ার সময় দেওয়া হয়েছে। পরবর্তীতে একই অপরাধ ধরা পড়লে তাদের বড় ধরনের জরিমানা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত