ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের সন্ত্রাসী উল্লেখ করে গ্রেপ্তার ও বিচারের দাবিত অনশন শুরু করেছেন আট শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এ অনশন শুরু করেন তাঁরা।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সশরীরে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। অনশন পালনকারীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রেজওয়ান আহমেদ রিফাত, আশিকুর রহমান জীম, রেদোয়ানুল ইসলাম, অর্থনীতি রিফাত রিদওয়ান, মো. আরমানুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ’২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হোসাইন ইমন, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুর রহমান ও বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী সুহাইল মাহদীন।
রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘দুই মাস পেরিয়ে গেলেও ছাত্র-জনতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কোনো শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি নিয়ে আমরা অনশন শুরু করেছি।’
আশিকুর রহমান জীম বলেন, ‘সন্ত্রাসীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতার নিয়ে আসা হোক। এ দাবি নিয়ে অনশন শুরু করেছি।’
কতক্ষণ এখানে অবস্থান করবেন, ‘জানতে চাইলে জীম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সশরীরে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।’
রেদোয়ানুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তারে কেন এত কালক্ষেপণ, আমি জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা কেন তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছেন না, সেটা বুঝতে পারছি না। গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় এভাবে আমরণ অনশন চালিয়ে যাব।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের সন্ত্রাসী উল্লেখ করে গ্রেপ্তার ও বিচারের দাবিত অনশন শুরু করেছেন আট শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এ অনশন শুরু করেন তাঁরা।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সশরীরে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। অনশন পালনকারীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রেজওয়ান আহমেদ রিফাত, আশিকুর রহমান জীম, রেদোয়ানুল ইসলাম, অর্থনীতি রিফাত রিদওয়ান, মো. আরমানুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ’২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হোসাইন ইমন, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুর রহমান ও বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী সুহাইল মাহদীন।
রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘দুই মাস পেরিয়ে গেলেও ছাত্র-জনতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কোনো শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি নিয়ে আমরা অনশন শুরু করেছি।’
আশিকুর রহমান জীম বলেন, ‘সন্ত্রাসীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতার নিয়ে আসা হোক। এ দাবি নিয়ে অনশন শুরু করেছি।’
কতক্ষণ এখানে অবস্থান করবেন, ‘জানতে চাইলে জীম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সশরীরে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।’
রেদোয়ানুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তারে কেন এত কালক্ষেপণ, আমি জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা কেন তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছেন না, সেটা বুঝতে পারছি না। গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় এভাবে আমরণ অনশন চালিয়ে যাব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে