প্রতিনিধি

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা ২০ মে পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে এ বিষয়ে মৌখিকভাবে বলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও দোকান নির্মাণ কার্যক্রমে আদালত অবমাননা হচ্ছে। এই মর্মে গত রোববার দুই আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার ও প্রধান স্থপতি মীর মনজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে উদ্যানে গাছ কাটা ও রেস্তোরাঁ বা দোকান নির্মাণের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনাও চাওয়া হয়।
আজ আবেদনটি শুনানির জন্য ওঠে। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের উদ্দেশে আদালত বলেন, ২০ মে আবেদনটি শুনানির জন্য আসবে। আপনি মৌখিকভাবে বলে দেবেন এসময় পর্যন্ত যেন গাছ না কাটে। আপাতত যেন গাছ না কাটে।
প্রসঙ্গত, হাঁটার পথ ও রেস্তোরাঁ নির্মাণের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কিছু গাছ কাটা হয়েছে। কাটার জন্য আরও কিছু গাছে ক্রসচিহ্ন দেওয়া হয়েছে। সচেতন নাগরিকরা এর প্রতিবাদ করছেন।
রিটকারী আইনজীবীর ভাষ্যমতে, সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৬ জুলাই হাইকোর্ট ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান এবং ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের স্থান সংরক্ষণ করাসহ কয়েকটি নির্দেশনা দেন। অন্যসব স্থাপনা অবিলম্বে অপসারণ করতেও বলা হয়। গাছ আবেদনে বলা হয়েছে, গাছ কেটে উদ্যানের মধ্যে ব্যবসায়িক স্বার্থে রেস্টুরেন্ট বা দোকান নির্মাণ শুধু আদালতের রায়ই নয়, বরং পরিবেশ সংরক্ষণ আইনেরও পরিপন্থী।

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা ২০ মে পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে এ বিষয়ে মৌখিকভাবে বলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও দোকান নির্মাণ কার্যক্রমে আদালত অবমাননা হচ্ছে। এই মর্মে গত রোববার দুই আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার ও প্রধান স্থপতি মীর মনজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে উদ্যানে গাছ কাটা ও রেস্তোরাঁ বা দোকান নির্মাণের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনাও চাওয়া হয়।
আজ আবেদনটি শুনানির জন্য ওঠে। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের উদ্দেশে আদালত বলেন, ২০ মে আবেদনটি শুনানির জন্য আসবে। আপনি মৌখিকভাবে বলে দেবেন এসময় পর্যন্ত যেন গাছ না কাটে। আপাতত যেন গাছ না কাটে।
প্রসঙ্গত, হাঁটার পথ ও রেস্তোরাঁ নির্মাণের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কিছু গাছ কাটা হয়েছে। কাটার জন্য আরও কিছু গাছে ক্রসচিহ্ন দেওয়া হয়েছে। সচেতন নাগরিকরা এর প্রতিবাদ করছেন।
রিটকারী আইনজীবীর ভাষ্যমতে, সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৬ জুলাই হাইকোর্ট ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান এবং ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের স্থান সংরক্ষণ করাসহ কয়েকটি নির্দেশনা দেন। অন্যসব স্থাপনা অবিলম্বে অপসারণ করতেও বলা হয়। গাছ আবেদনে বলা হয়েছে, গাছ কেটে উদ্যানের মধ্যে ব্যবসায়িক স্বার্থে রেস্টুরেন্ট বা দোকান নির্মাণ শুধু আদালতের রায়ই নয়, বরং পরিবেশ সংরক্ষণ আইনেরও পরিপন্থী।

প্রায় ৯০ বছর বয়সী এই অসহায় বৃদ্ধা বসবাস করেন নেছারাবাদ উপজেলার কামারকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। কামারকাঠি গ্রামের সন্ধ্যা নদীর পাড়ঘেঁষা একটি ছোট, জীর্ণ ঘরই তাঁর একমাত্র আশ্রয়। নদীর তীরবর্তী হওয়ায় বৃষ্টি ও বন্যার দিনে দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। জীবনের শেষ বয়সে তাঁর ভরসা বলতে একমাত্র ছেলে।
১ ঘণ্টা আগে
ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৭ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৭ ঘণ্টা আগে