প্রতিনিধি

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা ২০ মে পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে এ বিষয়ে মৌখিকভাবে বলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও দোকান নির্মাণ কার্যক্রমে আদালত অবমাননা হচ্ছে। এই মর্মে গত রোববার দুই আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার ও প্রধান স্থপতি মীর মনজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে উদ্যানে গাছ কাটা ও রেস্তোরাঁ বা দোকান নির্মাণের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনাও চাওয়া হয়।
আজ আবেদনটি শুনানির জন্য ওঠে। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের উদ্দেশে আদালত বলেন, ২০ মে আবেদনটি শুনানির জন্য আসবে। আপনি মৌখিকভাবে বলে দেবেন এসময় পর্যন্ত যেন গাছ না কাটে। আপাতত যেন গাছ না কাটে।
প্রসঙ্গত, হাঁটার পথ ও রেস্তোরাঁ নির্মাণের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কিছু গাছ কাটা হয়েছে। কাটার জন্য আরও কিছু গাছে ক্রসচিহ্ন দেওয়া হয়েছে। সচেতন নাগরিকরা এর প্রতিবাদ করছেন।
রিটকারী আইনজীবীর ভাষ্যমতে, সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৬ জুলাই হাইকোর্ট ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান এবং ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের স্থান সংরক্ষণ করাসহ কয়েকটি নির্দেশনা দেন। অন্যসব স্থাপনা অবিলম্বে অপসারণ করতেও বলা হয়। গাছ আবেদনে বলা হয়েছে, গাছ কেটে উদ্যানের মধ্যে ব্যবসায়িক স্বার্থে রেস্টুরেন্ট বা দোকান নির্মাণ শুধু আদালতের রায়ই নয়, বরং পরিবেশ সংরক্ষণ আইনেরও পরিপন্থী।

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা ২০ মে পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে এ বিষয়ে মৌখিকভাবে বলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও দোকান নির্মাণ কার্যক্রমে আদালত অবমাননা হচ্ছে। এই মর্মে গত রোববার দুই আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার ও প্রধান স্থপতি মীর মনজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে উদ্যানে গাছ কাটা ও রেস্তোরাঁ বা দোকান নির্মাণের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনাও চাওয়া হয়।
আজ আবেদনটি শুনানির জন্য ওঠে। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের উদ্দেশে আদালত বলেন, ২০ মে আবেদনটি শুনানির জন্য আসবে। আপনি মৌখিকভাবে বলে দেবেন এসময় পর্যন্ত যেন গাছ না কাটে। আপাতত যেন গাছ না কাটে।
প্রসঙ্গত, হাঁটার পথ ও রেস্তোরাঁ নির্মাণের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কিছু গাছ কাটা হয়েছে। কাটার জন্য আরও কিছু গাছে ক্রসচিহ্ন দেওয়া হয়েছে। সচেতন নাগরিকরা এর প্রতিবাদ করছেন।
রিটকারী আইনজীবীর ভাষ্যমতে, সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৬ জুলাই হাইকোর্ট ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান এবং ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের স্থান সংরক্ষণ করাসহ কয়েকটি নির্দেশনা দেন। অন্যসব স্থাপনা অবিলম্বে অপসারণ করতেও বলা হয়। গাছ আবেদনে বলা হয়েছে, গাছ কেটে উদ্যানের মধ্যে ব্যবসায়িক স্বার্থে রেস্টুরেন্ট বা দোকান নির্মাণ শুধু আদালতের রায়ই নয়, বরং পরিবেশ সংরক্ষণ আইনেরও পরিপন্থী।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে