নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরান ঢাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বকশীবাজারের উমেশ দত্ত সড়কটি ৫০ ফুট প্রশস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার দুপুরে নগরীর বকশীবাজারের উমেশ দত্ত সড়ক প্রশস্তকরণে ডিএসসিসি পরিচালিত উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
ডিএসসিসি মেয়র বলেন, ‘পুরান ঢাকার চকবাজার, বকশীবাজার এলাকার এই সড়ক অত্যন্ত সরু। সড়কটি প্রশস্ত করার জন্য এই এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আমরা সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি। ৪০ ফুট মূল সড়ক এবং দুই পাশে ৫ ফুট করে ১০ ফুট হাঁটার পথ আমরা পুরান ঢাকার মানুষকে উপহার দেব।’
বকশীবাজার খেলার মাঠে পশুর হাট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা বলেছি কোনো খেলার মাঠে হাট দেওয়া হবে না। আমরা খেলার মাঠে হাট দিইনি। এবার হাটের সংখ্যাও আমরা কমিয়ে দিয়েছি। মাত্র ১০টি হাট দেওয়া হয়েছে। সেই হাটগুলোতে যদি কোনো ইজারাদার কোনো শর্ত ভঙ্গ করে, তাহলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। কোনো রকম বিশৃঙ্খলা হোক, আমরা সেটা কোনোভাবেই কামনা করব না।’
কোরবানির পশু জবাইয়ে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘শুধু জাজেস কোয়ার্টার ও অফিসার্স কোয়ার্টারের জন্য তিনটি সুনির্দিষ্ট স্থানে আমরা কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করছি। এ ছাড়া ওয়ার্ডভিত্তিক কোনো নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যবস্থা করা হচ্ছে না। এলাকাবাসী ওয়ার্ডে ওয়ার্ডে তাদের মতো করেই পশু জবাই দেবে। তবে জবাইয়ের পরপর দুপুর ১২টার মধ্যেই তারা সেই পশুর বর্জ্য আমাদের নির্দিষ্ট বর্জ্য সংগ্রহকারীর মাধ্যমে বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পৌঁছে দেবে।’
বকশীবাজারের উমেশ দত্ত সড়ক পরিদর্শনকালে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।

পুরান ঢাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বকশীবাজারের উমেশ দত্ত সড়কটি ৫০ ফুট প্রশস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার দুপুরে নগরীর বকশীবাজারের উমেশ দত্ত সড়ক প্রশস্তকরণে ডিএসসিসি পরিচালিত উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
ডিএসসিসি মেয়র বলেন, ‘পুরান ঢাকার চকবাজার, বকশীবাজার এলাকার এই সড়ক অত্যন্ত সরু। সড়কটি প্রশস্ত করার জন্য এই এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আমরা সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি। ৪০ ফুট মূল সড়ক এবং দুই পাশে ৫ ফুট করে ১০ ফুট হাঁটার পথ আমরা পুরান ঢাকার মানুষকে উপহার দেব।’
বকশীবাজার খেলার মাঠে পশুর হাট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা বলেছি কোনো খেলার মাঠে হাট দেওয়া হবে না। আমরা খেলার মাঠে হাট দিইনি। এবার হাটের সংখ্যাও আমরা কমিয়ে দিয়েছি। মাত্র ১০টি হাট দেওয়া হয়েছে। সেই হাটগুলোতে যদি কোনো ইজারাদার কোনো শর্ত ভঙ্গ করে, তাহলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। কোনো রকম বিশৃঙ্খলা হোক, আমরা সেটা কোনোভাবেই কামনা করব না।’
কোরবানির পশু জবাইয়ে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘শুধু জাজেস কোয়ার্টার ও অফিসার্স কোয়ার্টারের জন্য তিনটি সুনির্দিষ্ট স্থানে আমরা কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করছি। এ ছাড়া ওয়ার্ডভিত্তিক কোনো নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যবস্থা করা হচ্ছে না। এলাকাবাসী ওয়ার্ডে ওয়ার্ডে তাদের মতো করেই পশু জবাই দেবে। তবে জবাইয়ের পরপর দুপুর ১২টার মধ্যেই তারা সেই পশুর বর্জ্য আমাদের নির্দিষ্ট বর্জ্য সংগ্রহকারীর মাধ্যমে বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পৌঁছে দেবে।’
বকশীবাজারের উমেশ দত্ত সড়ক পরিদর্শনকালে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে