নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে সারা দেশে হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলসমূহ। এই হরতালকে অবৈধ আখ্যা দিয়ে আজ রোববার সকাল থেকেই গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ সকাল সাড়ে ৮টায় গুলিস্তানের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে গুটি কয়েক পুলিশ ছাড়া দলীয় কোনো নেতা-কর্মী নেই। তবে সকাল ৯টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু আহমেদ মন্নাফী।
আবু আহমেদ মন্নাফী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি-জামায়াত গতকাল শনিবার আবার প্রমাণ করল, ২০১৩-১৪ সালে তারা যা করেছে, তা আবার শুরু করেছে। গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের ওপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে বিনা কারণে, বিনা উসকানিতে। তাদের কাজই হলো কীভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায়।’
দেশে অস্থিতিশীল পরিস্থিত সৃষ্টির জন্য বিএনপি-জামায়াত গতকাল হামলা চালিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এটা তারা (বিএনপি) করবে। তাদের জন্মটাই এভাবে হয়েছে। মানুষ হত্যা করেই ওদের পার্টির জন্ম। কাজেই তারা এটি করবে, আমরা (আওয়ামী লীগ) প্রতিহত করব।’
তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে শান্তি সমাবেশ করব নৈরাজ্যের বিরুদ্ধে। আমরা তাদের (বিএনপি-জামায়াত) প্রতিহত করব জনগণকে নিয়ে। যাতে জনগণের জানমাল ও দেশের সম্পদ রক্ষা করা যায়। আগুন-সন্ত্রাসীদের সারা জাতি ঐক্যবদ্ধ মোকাবিলা করবে। মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তি একসঙ্গে মিলে এই নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামায়াত-শিবিরের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

গতকাল মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে সারা দেশে হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলসমূহ। এই হরতালকে অবৈধ আখ্যা দিয়ে আজ রোববার সকাল থেকেই গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ সকাল সাড়ে ৮টায় গুলিস্তানের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে গুটি কয়েক পুলিশ ছাড়া দলীয় কোনো নেতা-কর্মী নেই। তবে সকাল ৯টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু আহমেদ মন্নাফী।
আবু আহমেদ মন্নাফী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি-জামায়াত গতকাল শনিবার আবার প্রমাণ করল, ২০১৩-১৪ সালে তারা যা করেছে, তা আবার শুরু করেছে। গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের ওপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে বিনা কারণে, বিনা উসকানিতে। তাদের কাজই হলো কীভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায়।’
দেশে অস্থিতিশীল পরিস্থিত সৃষ্টির জন্য বিএনপি-জামায়াত গতকাল হামলা চালিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এটা তারা (বিএনপি) করবে। তাদের জন্মটাই এভাবে হয়েছে। মানুষ হত্যা করেই ওদের পার্টির জন্ম। কাজেই তারা এটি করবে, আমরা (আওয়ামী লীগ) প্রতিহত করব।’
তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে শান্তি সমাবেশ করব নৈরাজ্যের বিরুদ্ধে। আমরা তাদের (বিএনপি-জামায়াত) প্রতিহত করব জনগণকে নিয়ে। যাতে জনগণের জানমাল ও দেশের সম্পদ রক্ষা করা যায়। আগুন-সন্ত্রাসীদের সারা জাতি ঐক্যবদ্ধ মোকাবিলা করবে। মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তি একসঙ্গে মিলে এই নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামায়াত-শিবিরের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৩৩ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৩৪ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৩৭ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে