Ajker Patrika

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক অন্তত ১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় কয়েকজনকে আটক করা হয়। ছবি: মেহেদী হাসান
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় কয়েকজনকে আটক করা হয়। ছবি: মেহেদী হাসান

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ১৫-২০ জন সদস্যকে আটক করা হয়। আটককৃতরা পুলিশের বাধা উপেক্ষা করে পুরান পল্টন এলাকায় মিছিল বের করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে আটককৃতদের মধ্যে আবু শোয়াইব, মাশফিউর রহমান, আশফাকসহ কয়েকজনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার ও রমনা বিভাগের ডিসি মাসুদ আলম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি। তাঁরা জানান, আটকের সংখ্যা আরও বাড়তে পারে।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে হিযবুত তাহ্‌রীরের সদস্যরা মিছিল করছিল। পুলিশের বাধা উপেক্ষা করে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।’

পুলিশ আগেই সংগঠনটির কর্মসূচি নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। আজ শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘হিযবুত তাহ্‌রীর একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।’

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে কয়েকজনকে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে কয়েকজনকে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

তবে তা উপেক্ষা করেই আজ দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে এগোলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

জুমার নামাজের পরপরই উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নেওয়া হিযবুত তাহ্‌রীরের কর্মীরা কালিমা খচিত ব্যানার উঁচিয়ে স্লোগান দিতে থাকে। শুরুতে পুলিশের একটি দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও জনবল কম থাকায় তারা সফল হয়নি। বিজয়নগরে পৌঁছানোর পর পুলিশ লাঠিপেটা ও টিয়ারগ্যাস ছুড়লে মিছিল ছত্রভঙ্গ করে। মিছিলকারীরা আশপাশের গলিতে ঢুকে পড়লে পুলিশ তাদের ধাওয়া দেয়।

এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সংগঠনটির তিনজন সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত