নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে ৮টায়। ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রায় ৩৫ হাজার মুসুল্লি। জাতীয় ঈদগাহে একটিই জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকেই ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে জড়ো হতে থাকেন মুসল্লিরা। সাড়ে ৭টার পর ঈদগাহে প্রবেশের গেটে দীর্ঘ সারি দেখা গেছে। প্রবেশ গেট ও ঈদগাহের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। পুলিশ ও র্যাবের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহে প্রবেশ করার সময় সবাইকে চেকিং করা হচ্ছে।’
ঈদের নামাজ পড়তে আসা মোহাম্মদপুরের বাসিন্দা আমিনুর রহমান বলেন, ‘সব সুন্দর ভাবে চলুক, মানুষের কষ্ট কমুক, শান্তি বজায় থাকুক। এবারের ঈদ থেকে এটাই চাওয়া ৷ সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি।’ কমলাপুরের বাসিন্দা নাসিমুল ইসলাম বলেন, ‘মানুষে মানুষে বৈষম্য কমুক এটাই এ বছরের প্রত্যাশা থাকবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদ হোসেন বলেন, ‘করোনায় দুই বছর মানুষ অনেক কষ্ট করেছে। মানুষের অর্থনৈতিক অবস্থাও খুবই খারাপ। উন্নয়ন হচ্ছে ঠিকই কিন্তু বৈষম্যও বাড়ছে। রমজানের, ঈদ শুধু পালন করলেই হবে না। সাম্যের যে অন্তর্নিহিত মর্মবাণী তাও দায়িত্বশীলদের বুঝতে হবে।’
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শুরুর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকালে সাড়ে ৭টায়। এ ছাড়াও বায়তুল মোকাররমে ৮ টা,৯ টা,১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের বাকি জামাত অনুষ্ঠিত হয়েছে।
করোনার কারণে গত দুই বছর ঈদের জামাত হয়নি জাতীয় ঈদগাহে। তাই ইচ্ছা থাকা সত্বেও অনেকেই জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসতে পারেননি। কিন্তু এ বছর আর করোনার বাঁধা-নিষেধ নেই। তাই আবারও পরিবার, বন্ধুদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকে মানুষজন এসেছেন জাতীয় ঈদগাহে।
পুরান ঢাকা বাসিন্দা শাহীন রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে প্রতিবছর এখানেই নামাজ পড়তাম। কিন্তু গত দুই বছর পড়তে পারি নাই। এলাকার অনেকে একসঙ্গে এখানে নামাজ পড়তে আসতাম। এই দুই বছরে অনেককে হারাইসি। আমরাও ছোট থাকতে আমাদের বাবা-মার সঙ্গে আসতাম। সবাই সাবধানে থাকি, নিরাপদে থাকি। আর সুখে-দুঃখে সবাই সবার পাশে থাকি।’

রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে ৮টায়। ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রায় ৩৫ হাজার মুসুল্লি। জাতীয় ঈদগাহে একটিই জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকেই ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে জড়ো হতে থাকেন মুসল্লিরা। সাড়ে ৭টার পর ঈদগাহে প্রবেশের গেটে দীর্ঘ সারি দেখা গেছে। প্রবেশ গেট ও ঈদগাহের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। পুলিশ ও র্যাবের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহে প্রবেশ করার সময় সবাইকে চেকিং করা হচ্ছে।’
ঈদের নামাজ পড়তে আসা মোহাম্মদপুরের বাসিন্দা আমিনুর রহমান বলেন, ‘সব সুন্দর ভাবে চলুক, মানুষের কষ্ট কমুক, শান্তি বজায় থাকুক। এবারের ঈদ থেকে এটাই চাওয়া ৷ সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি।’ কমলাপুরের বাসিন্দা নাসিমুল ইসলাম বলেন, ‘মানুষে মানুষে বৈষম্য কমুক এটাই এ বছরের প্রত্যাশা থাকবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদ হোসেন বলেন, ‘করোনায় দুই বছর মানুষ অনেক কষ্ট করেছে। মানুষের অর্থনৈতিক অবস্থাও খুবই খারাপ। উন্নয়ন হচ্ছে ঠিকই কিন্তু বৈষম্যও বাড়ছে। রমজানের, ঈদ শুধু পালন করলেই হবে না। সাম্যের যে অন্তর্নিহিত মর্মবাণী তাও দায়িত্বশীলদের বুঝতে হবে।’
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শুরুর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকালে সাড়ে ৭টায়। এ ছাড়াও বায়তুল মোকাররমে ৮ টা,৯ টা,১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের বাকি জামাত অনুষ্ঠিত হয়েছে।
করোনার কারণে গত দুই বছর ঈদের জামাত হয়নি জাতীয় ঈদগাহে। তাই ইচ্ছা থাকা সত্বেও অনেকেই জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসতে পারেননি। কিন্তু এ বছর আর করোনার বাঁধা-নিষেধ নেই। তাই আবারও পরিবার, বন্ধুদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকে মানুষজন এসেছেন জাতীয় ঈদগাহে।
পুরান ঢাকা বাসিন্দা শাহীন রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে প্রতিবছর এখানেই নামাজ পড়তাম। কিন্তু গত দুই বছর পড়তে পারি নাই। এলাকার অনেকে একসঙ্গে এখানে নামাজ পড়তে আসতাম। এই দুই বছরে অনেককে হারাইসি। আমরাও ছোট থাকতে আমাদের বাবা-মার সঙ্গে আসতাম। সবাই সাবধানে থাকি, নিরাপদে থাকি। আর সুখে-দুঃখে সবাই সবার পাশে থাকি।’

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১১ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে