প্রতিনিধি

রাজবাড়ী (গোয়ালন্দ): দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের শিকল ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক এখনও নিখোঁজ রয়েছেন। মাইক্রোবাসটিতে আরও আরোহী ছিলেন কিনা তা নিশ্চিত নয়। গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝড়ে ৫ নম্বর ফেরিঘাটে শিকল ছিঁড়ে পন্টুন ঘাট থেকে সরে যায়। এসময় পন্টুনের উপর থাকা ঢাকাগামী একটি নোয়াহ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৪-২৬০৮) নদীতে পড়ে যায়। বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত চালককে উদ্ধার করতে না পারলেও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকারী জাহাজ 'হামজা' উপস্থিত হলেও বিআইডব্লিউটিসির ক্রেন দিয়েই গাড়িটি পানি থেকে তোলা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ৫ নম্বর ঘাটে ভিড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী নোয়াহ মাইক্রোবাসটি উঠতে যায়। এসময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের শিকল ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি নদীতে চলে যায়। মাইক্রোবাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়।
পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তারা গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি দলসহ নৌ-পুলিশের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দিয়েছে। বেলা ১২টার পর থেকে তারা উদ্ধারকাজ শুরু করেন। সাড়ে ১২টা পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও ভেতরে থাকা কাউকে উদ্ধার করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকাগামী এক যাত্রী জাহিদ হাসান বলেন, গাড়িটি নদীতে পড়ার সময় চালক জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। গাড়িতে কালো গ্লাস লাগানো থাকায় ভেতরের কাউকে দেখা যায়নি।
উদ্ধার কাজে নেতৃত্বদানকারী রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই আমাদের ফোন আসে এবং ঘটনাস্থলে আমরা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করি। আমাদের সাথে আরিচা নৌ-পুলিশের ডুবুরি দলও অংশ নেন। গাড়টি উদ্ধার করা গেলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
গাড়ির ভেতরে জীবিত অথবা মৃত কাউকেই পাওয়া যায়নি বলে জানান ডুবুরি দলের নেতৃত্বদানকারী মেরিনের এ জি এম আব্দুস সাত্তার।

রাজবাড়ী (গোয়ালন্দ): দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের শিকল ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক এখনও নিখোঁজ রয়েছেন। মাইক্রোবাসটিতে আরও আরোহী ছিলেন কিনা তা নিশ্চিত নয়। গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝড়ে ৫ নম্বর ফেরিঘাটে শিকল ছিঁড়ে পন্টুন ঘাট থেকে সরে যায়। এসময় পন্টুনের উপর থাকা ঢাকাগামী একটি নোয়াহ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৪-২৬০৮) নদীতে পড়ে যায়। বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত চালককে উদ্ধার করতে না পারলেও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকারী জাহাজ 'হামজা' উপস্থিত হলেও বিআইডব্লিউটিসির ক্রেন দিয়েই গাড়িটি পানি থেকে তোলা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ৫ নম্বর ঘাটে ভিড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী নোয়াহ মাইক্রোবাসটি উঠতে যায়। এসময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের শিকল ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি নদীতে চলে যায়। মাইক্রোবাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়।
পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তারা গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি দলসহ নৌ-পুলিশের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দিয়েছে। বেলা ১২টার পর থেকে তারা উদ্ধারকাজ শুরু করেন। সাড়ে ১২টা পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও ভেতরে থাকা কাউকে উদ্ধার করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকাগামী এক যাত্রী জাহিদ হাসান বলেন, গাড়িটি নদীতে পড়ার সময় চালক জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। গাড়িতে কালো গ্লাস লাগানো থাকায় ভেতরের কাউকে দেখা যায়নি।
উদ্ধার কাজে নেতৃত্বদানকারী রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই আমাদের ফোন আসে এবং ঘটনাস্থলে আমরা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করি। আমাদের সাথে আরিচা নৌ-পুলিশের ডুবুরি দলও অংশ নেন। গাড়টি উদ্ধার করা গেলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
গাড়ির ভেতরে জীবিত অথবা মৃত কাউকেই পাওয়া যায়নি বলে জানান ডুবুরি দলের নেতৃত্বদানকারী মেরিনের এ জি এম আব্দুস সাত্তার।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৪ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে