নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি সিসিটিভির একটি ফুটেজ ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, গায়ক মাঈনুল আহসান নোবেল এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামিয়ে নিচ্ছেন। সেই তরুণী এবার থানায় অভিযোগ করেছেন, ছয় মাস ধরে তাঁকে ডেমরার একটি বাসায় আটকে রেখেছিলেন নোবেল। অপহরণ, ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলার পর গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচ্ছেন নোবেল। ওই তরুণী গতকাল রাতে ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। গত বছরের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেই বাসায় আরও দুই-তিনজন অজ্ঞাতনামা সহযোগীর সহায়তায় তরুণীকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তাঁর মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।
অভিযোগে তরুণী জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাঁকে মারধর ও ধর্ষণ করেন। এর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে দীর্ঘ সময় আটকে রাখা হয়।
পুলিশ জানায়, ফেসবুকে মারধরের ভিডিও ভাইরাল হলে তরুণীর পরিবার তাঁকে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা-পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে। মামলা দায়েরের পর রাতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়।
ভাইরাল হওয়া সিসিটিভির ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে মারধরের পর তাঁর হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাচ্ছেন নোবেল। আশপাশে থাকা কয়েকজন বাধা দিলেও তাঁকে থামানো যায়নি।
পরিদর্শক মুরাদ জানান, নোবেল দাবি করেছেন, ওই তরুণী তাঁর স্ত্রী। মৌখিকভাবে কলেমা পড়ে বিয়ে করেছেন বলে জানান তিনি। তবে বিয়ের কোনো লিখিত প্রমাণপত্র দেখাতে পারেননি।
আজ মঙ্গলবার পুলিশ নোবেলকে আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। তাঁর পক্ষের আইনজীবী জসিম উদ্দিন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ জামিন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগেও বিতর্কে জড়িয়েছেন এই তরুণ গায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট, মাদকাসক্তি ও স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।
২০২৩ সালের ১৯ মে ঢাকার মতিঝিল থানায় এক কনসার্টে না গিয়ে আগাম টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি। পরদিন গোয়েন্দা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে এবং এক দিনের হেফাজতে নেয়। পরে আদালতে জামিন পান তিনি।
২০১৯ সালে ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’—তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে এরপর থেকেই বিভিন্ন ঘটনায় তাঁকে নিয়ে বিতর্ক বাড়তে থাকে।
২০২৩ সালের ২৬ এপ্রিল কুড়িগ্রামের একটি কনসার্টে ‘অসংলগ্ন আচরণের’ কারণে ক্ষুব্ধ দর্শক জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। ফলে পণ্ড হয়ে যায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সাম্প্রতিক সময়েও নানা কনসার্ট ও টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে ‘স্বাভাবিক জীবনে’ ফিরিয়ে আনার বার্তা দিচ্ছিলেন নোবেল। এর মধ্যেই নতুন অভিযোগে গ্রেপ্তার হয়ে আবারও আলোচনার কেন্দ্রে তিনি।

সম্প্রতি সিসিটিভির একটি ফুটেজ ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, গায়ক মাঈনুল আহসান নোবেল এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামিয়ে নিচ্ছেন। সেই তরুণী এবার থানায় অভিযোগ করেছেন, ছয় মাস ধরে তাঁকে ডেমরার একটি বাসায় আটকে রেখেছিলেন নোবেল। অপহরণ, ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলার পর গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচ্ছেন নোবেল। ওই তরুণী গতকাল রাতে ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। গত বছরের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেই বাসায় আরও দুই-তিনজন অজ্ঞাতনামা সহযোগীর সহায়তায় তরুণীকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তাঁর মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।
অভিযোগে তরুণী জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাঁকে মারধর ও ধর্ষণ করেন। এর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে দীর্ঘ সময় আটকে রাখা হয়।
পুলিশ জানায়, ফেসবুকে মারধরের ভিডিও ভাইরাল হলে তরুণীর পরিবার তাঁকে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা-পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে। মামলা দায়েরের পর রাতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়।
ভাইরাল হওয়া সিসিটিভির ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে মারধরের পর তাঁর হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাচ্ছেন নোবেল। আশপাশে থাকা কয়েকজন বাধা দিলেও তাঁকে থামানো যায়নি।
পরিদর্শক মুরাদ জানান, নোবেল দাবি করেছেন, ওই তরুণী তাঁর স্ত্রী। মৌখিকভাবে কলেমা পড়ে বিয়ে করেছেন বলে জানান তিনি। তবে বিয়ের কোনো লিখিত প্রমাণপত্র দেখাতে পারেননি।
আজ মঙ্গলবার পুলিশ নোবেলকে আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। তাঁর পক্ষের আইনজীবী জসিম উদ্দিন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ জামিন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগেও বিতর্কে জড়িয়েছেন এই তরুণ গায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট, মাদকাসক্তি ও স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।
২০২৩ সালের ১৯ মে ঢাকার মতিঝিল থানায় এক কনসার্টে না গিয়ে আগাম টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি। পরদিন গোয়েন্দা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে এবং এক দিনের হেফাজতে নেয়। পরে আদালতে জামিন পান তিনি।
২০১৯ সালে ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’—তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে এরপর থেকেই বিভিন্ন ঘটনায় তাঁকে নিয়ে বিতর্ক বাড়তে থাকে।
২০২৩ সালের ২৬ এপ্রিল কুড়িগ্রামের একটি কনসার্টে ‘অসংলগ্ন আচরণের’ কারণে ক্ষুব্ধ দর্শক জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। ফলে পণ্ড হয়ে যায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সাম্প্রতিক সময়েও নানা কনসার্ট ও টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে ‘স্বাভাবিক জীবনে’ ফিরিয়ে আনার বার্তা দিচ্ছিলেন নোবেল। এর মধ্যেই নতুন অভিযোগে গ্রেপ্তার হয়ে আবারও আলোচনার কেন্দ্রে তিনি।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৭ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৩ মিনিট আগে