নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উৎসবমুখর পরিবেশে এবং পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন। আজ শুক্রবার (২০ জুন) রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলে অধ্যাপক বদিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, প্রতিনিধিদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে।
জাতীয় সংগীত এবং সংগঠনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ, ’৬৯-এর গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদ এবং উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানীসহ গুণীজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় সাংগঠনিক অধিবেশনের কাজ।
দেশের বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আসা ২৮৫ জন প্রতিনিধি গোপন ব্যালটে নিজেদের মতামত দেন। দীর্ঘ ভোট গণনার পর কিছু ত্রুটিপূর্ণ ব্যালট বাতিল হয়। সব ভোট গণনা শেষে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে অমিত রঞ্জন দে নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান ও প্রদীপ ঘোষ।
এ ছাড়া, মামুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে ১০ জন এবং কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে ৫২ জন নির্বাচিত হয়েছেন। মোট ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের ৮৭ জনকে এদিন নির্বাচিত করা হয়েছে। বাকি চারজনকে পরবর্তী সময় কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছিল। তবে, সম্মেলনের শেষ দিনে একটি অগণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের চেষ্টা চালানো হয়। এর প্রতিবাদে সম্মেলনস্থলের বাইরে একটি পাল্টা কমিটিও গঠিত হয়েছিল। তবে, সারা দেশের প্রতিনিধিরা ২০ জুনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে অংশ নিয়ে সেই দুটি কমিটিকেই অবৈধ ও অগণতান্ত্রিক বলে ঘোষণা করেন। তাই, এই অধিবেশনে প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কমিটিই বর্তমানে উদীচী কেন্দ্রীয় সংসদের বৈধ কমিটি হিসেবে ঘোষিত হয়েছে।
কাউন্সিলের শেষ অংশে, নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে সারা দেশে উদীচীর সব শিল্পী-কর্মী একসঙ্গে ঐক্যবদ্ধভাবে উদীচীর আদর্শিক লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উৎসবমুখর পরিবেশে এবং পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন। আজ শুক্রবার (২০ জুন) রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলে অধ্যাপক বদিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, প্রতিনিধিদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে।
জাতীয় সংগীত এবং সংগঠনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ, ’৬৯-এর গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদ এবং উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানীসহ গুণীজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় সাংগঠনিক অধিবেশনের কাজ।
দেশের বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আসা ২৮৫ জন প্রতিনিধি গোপন ব্যালটে নিজেদের মতামত দেন। দীর্ঘ ভোট গণনার পর কিছু ত্রুটিপূর্ণ ব্যালট বাতিল হয়। সব ভোট গণনা শেষে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে অমিত রঞ্জন দে নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান ও প্রদীপ ঘোষ।
এ ছাড়া, মামুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে ১০ জন এবং কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে ৫২ জন নির্বাচিত হয়েছেন। মোট ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের ৮৭ জনকে এদিন নির্বাচিত করা হয়েছে। বাকি চারজনকে পরবর্তী সময় কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছিল। তবে, সম্মেলনের শেষ দিনে একটি অগণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের চেষ্টা চালানো হয়। এর প্রতিবাদে সম্মেলনস্থলের বাইরে একটি পাল্টা কমিটিও গঠিত হয়েছিল। তবে, সারা দেশের প্রতিনিধিরা ২০ জুনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে অংশ নিয়ে সেই দুটি কমিটিকেই অবৈধ ও অগণতান্ত্রিক বলে ঘোষণা করেন। তাই, এই অধিবেশনে প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কমিটিই বর্তমানে উদীচী কেন্দ্রীয় সংসদের বৈধ কমিটি হিসেবে ঘোষিত হয়েছে।
কাউন্সিলের শেষ অংশে, নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে সারা দেশে উদীচীর সব শিল্পী-কর্মী একসঙ্গে ঐক্যবদ্ধভাবে উদীচীর আদর্শিক লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
২ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৩ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৩ ঘণ্টা আগে