নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উৎসবমুখর পরিবেশে এবং পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন। আজ শুক্রবার (২০ জুন) রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলে অধ্যাপক বদিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, প্রতিনিধিদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে।
জাতীয় সংগীত এবং সংগঠনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ, ’৬৯-এর গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদ এবং উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানীসহ গুণীজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় সাংগঠনিক অধিবেশনের কাজ।
দেশের বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আসা ২৮৫ জন প্রতিনিধি গোপন ব্যালটে নিজেদের মতামত দেন। দীর্ঘ ভোট গণনার পর কিছু ত্রুটিপূর্ণ ব্যালট বাতিল হয়। সব ভোট গণনা শেষে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে অমিত রঞ্জন দে নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান ও প্রদীপ ঘোষ।
এ ছাড়া, মামুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে ১০ জন এবং কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে ৫২ জন নির্বাচিত হয়েছেন। মোট ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের ৮৭ জনকে এদিন নির্বাচিত করা হয়েছে। বাকি চারজনকে পরবর্তী সময় কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছিল। তবে, সম্মেলনের শেষ দিনে একটি অগণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের চেষ্টা চালানো হয়। এর প্রতিবাদে সম্মেলনস্থলের বাইরে একটি পাল্টা কমিটিও গঠিত হয়েছিল। তবে, সারা দেশের প্রতিনিধিরা ২০ জুনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে অংশ নিয়ে সেই দুটি কমিটিকেই অবৈধ ও অগণতান্ত্রিক বলে ঘোষণা করেন। তাই, এই অধিবেশনে প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কমিটিই বর্তমানে উদীচী কেন্দ্রীয় সংসদের বৈধ কমিটি হিসেবে ঘোষিত হয়েছে।
কাউন্সিলের শেষ অংশে, নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে সারা দেশে উদীচীর সব শিল্পী-কর্মী একসঙ্গে ঐক্যবদ্ধভাবে উদীচীর আদর্শিক লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উৎসবমুখর পরিবেশে এবং পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন। আজ শুক্রবার (২০ জুন) রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলে অধ্যাপক বদিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, প্রতিনিধিদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে।
জাতীয় সংগীত এবং সংগঠনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ, ’৬৯-এর গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদ এবং উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানীসহ গুণীজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় সাংগঠনিক অধিবেশনের কাজ।
দেশের বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আসা ২৮৫ জন প্রতিনিধি গোপন ব্যালটে নিজেদের মতামত দেন। দীর্ঘ ভোট গণনার পর কিছু ত্রুটিপূর্ণ ব্যালট বাতিল হয়। সব ভোট গণনা শেষে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে অমিত রঞ্জন দে নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান ও প্রদীপ ঘোষ।
এ ছাড়া, মামুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে ১০ জন এবং কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে ৫২ জন নির্বাচিত হয়েছেন। মোট ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের ৮৭ জনকে এদিন নির্বাচিত করা হয়েছে। বাকি চারজনকে পরবর্তী সময় কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছিল। তবে, সম্মেলনের শেষ দিনে একটি অগণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের চেষ্টা চালানো হয়। এর প্রতিবাদে সম্মেলনস্থলের বাইরে একটি পাল্টা কমিটিও গঠিত হয়েছিল। তবে, সারা দেশের প্রতিনিধিরা ২০ জুনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে অংশ নিয়ে সেই দুটি কমিটিকেই অবৈধ ও অগণতান্ত্রিক বলে ঘোষণা করেন। তাই, এই অধিবেশনে প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কমিটিই বর্তমানে উদীচী কেন্দ্রীয় সংসদের বৈধ কমিটি হিসেবে ঘোষিত হয়েছে।
কাউন্সিলের শেষ অংশে, নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে সারা দেশে উদীচীর সব শিল্পী-কর্মী একসঙ্গে ঐক্যবদ্ধভাবে উদীচীর আদর্শিক লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে