মোস্তাকিম ফারুকী

করোনা পরিস্থিতির মধ্যেই দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকা। ডেঙ্গু ডেডিকেটেড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে বর্তমানে ১৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেন, ‘এখনো পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে ১৬১ জন রোগী ভর্তি আছেন। আগামীকাল বিভিন্ন ওয়ার্ডে অবস্থানরত ডেঙ্গু রোগীদের একটি ওয়ার্ডে আনা হবে।’
মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ডা. বিভা আফরোজ বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন অবস্থা চলতে থাকলে হাসপাতালে চিকিৎসকের সংকট দেখে দেবে।’
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হলেও রোগীর সংখ্যা বেশি থাকায় সবার জন্য আলাদা বেড প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তাই মেডিসিন বিভাগ ও শিশু বিভাগে সমন্বয় করে ডেঙ্গু রোগীদের রাখতে হচ্ছে।
শনির আখড়া থেকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিতে আসা বায়েজিদ (২৭) নামের এক রোগীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘যে বাড়িতে থাকি সেই বাড়ির চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা। আবর্জনা পরিষ্কার করতে বললে বাড়িওয়ালা বাড়ি ছেড়ে চলে যেতে বলে।’
রাজারবাগ পুলিশ হাসপাতালে চার দিন চিকিৎসা নেন ট্রাফিক পুলিশ পান্নু সরকার (৫০)। সেখান থেকে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রেফার করা হয়। তিনি বলেন, 'ঢাকায় দিনরাত ২৪ ঘণ্টা মশার প্রকোপ। ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকার কারণে সারাক্ষণ ঢাকার রাস্তাতেই থাকতে হচ্ছে। গাড়ি চলাচল ঠিক রাখব, নাকি নিজের শরীর থেকে মশা তাড়াব?'

করোনা পরিস্থিতির মধ্যেই দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকা। ডেঙ্গু ডেডিকেটেড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে বর্তমানে ১৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেন, ‘এখনো পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে ১৬১ জন রোগী ভর্তি আছেন। আগামীকাল বিভিন্ন ওয়ার্ডে অবস্থানরত ডেঙ্গু রোগীদের একটি ওয়ার্ডে আনা হবে।’
মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ডা. বিভা আফরোজ বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন অবস্থা চলতে থাকলে হাসপাতালে চিকিৎসকের সংকট দেখে দেবে।’
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হলেও রোগীর সংখ্যা বেশি থাকায় সবার জন্য আলাদা বেড প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তাই মেডিসিন বিভাগ ও শিশু বিভাগে সমন্বয় করে ডেঙ্গু রোগীদের রাখতে হচ্ছে।
শনির আখড়া থেকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিতে আসা বায়েজিদ (২৭) নামের এক রোগীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘যে বাড়িতে থাকি সেই বাড়ির চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা। আবর্জনা পরিষ্কার করতে বললে বাড়িওয়ালা বাড়ি ছেড়ে চলে যেতে বলে।’
রাজারবাগ পুলিশ হাসপাতালে চার দিন চিকিৎসা নেন ট্রাফিক পুলিশ পান্নু সরকার (৫০)। সেখান থেকে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রেফার করা হয়। তিনি বলেন, 'ঢাকায় দিনরাত ২৪ ঘণ্টা মশার প্রকোপ। ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকার কারণে সারাক্ষণ ঢাকার রাস্তাতেই থাকতে হচ্ছে। গাড়ি চলাচল ঠিক রাখব, নাকি নিজের শরীর থেকে মশা তাড়াব?'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে