ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয় এমন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার।
আজ সোমবার দুপুরে নেতাকর্মীদের জামিন শুনানির পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তৈমুর আলম বলেন, ‘আমি মনে করি ইভিএম ব্যবহার করা হলে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না। যারা নৌকাকে জেতানোর জন্য এসব ঘটনা ঘটিয়েছেন তাঁদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে একদিন। মনে রাখতে হবে, কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়।’
তৈমুর আলম অভিযোগ করেন, নাসিক নির্বাচনে ভোট গ্রহণের আগে কয়েক দিনের মধ্যে যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাঁরা সবাই তাঁর সঙ্গে সম্পৃক্ত। পুলিশ নৌকার প্রার্থীকে জয়ী করতেই এই লোকগুলোকে গ্রেপ্তার করেছে।
শুধু তাঁর সমর্থক হওয়ায় জয়দেব মণ্ডল নামে এক যুবককে হেফাজতে ইসলামের কর্মী সাজিয়ে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৈমুর আলম। তিনি বলেন, ‘এখন হিন্দুরাও হেফাজত করে। পুলিশ অফিসাররা এসব নাটক করে সরকারকে খুশি করতে আমার লোকজনকে জেলে নিয়েছে।’
তৈমুর বলেন, ‘এই সরকার ও তার এজেন্সির কারণে ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। নৌকার ভরাডুবিকে সামনে দেখে তাঁরা এসব করেছেন। আমি তাঁদের অত্যাচার নির্যাতনের মধ্যে নির্বাচনটা করেছি।’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তৈমুর আলম খন্দকার। বিএনপি দলীয় ভাবে এবার স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তৈমুর আলম খন্দকার নাসিক নির্বাচন মেয়রপ্রার্থী হওয়ায় তাঁকে সেই দায়িত্ব থেকে প্রথমে অব্যাহতি দেওয়া হয়। পরে দল থেকেই বহিষ্কার করে বিএনপি।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৪ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৪ মিনিট আগে