
গাজীপুর–৩ আসনে (শ্রীপুর) নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পের ফেস্টুন ব্যানার পোস্টার ত্রিপল পুড়ে ছাই হয়ে গেছে। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকেরা আগুন দিয়েছে বলে অভিযোগ নৌকা প্রতীকের সমর্থকদের।
গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকায় নৌকা প্রতীকের অস্থায়ী ক্যাম্পে ওই ঘটনা ঘটে।
তেলিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নৌকা প্রতীকের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষ করে রাত ১১টার পরপরই বাসায় চলে যাই। সকালে মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করতে মসজিদে এসে অফিসে আগুন লাগার বিষয়টি জানায়।’
রফিকুল ইসলাম রফিক আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি অফিসের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ধারণা করছি, স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকেরা নৌকা প্রতীকের অস্থায়ী ক্যাম্পে আগুন দিয়েছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে ফোন করে জানানো হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (ট্রাক) প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বাতেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো কর্মী সমর্থক নৌকা প্রতীকের ক্যাম্পে আগুন দেয়নি। এটি মিথ্যা অভিযোগ।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করতে ইতিমধ্যে রওনা হয়েছি। তদন্ত করতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
গাজীপুর-৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট সাতজন প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগ আব্দুর রহমান (গামছা), বাংলাদেশ তরীকত ফেডারেশন মো. জয়নাল আবেদীন (ফুলের মালা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মো. জহিরুল মন্ডল (মশাল), জাতীয় পার্টির এম সাইফুল ইসলাম (লাঙল), মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ স্বতন্ত্র (ট্রাক) ও সাখাওয়াত হোসেন খান (ঈগল)।

গাজীপুর–৩ আসনে (শ্রীপুর) নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পের ফেস্টুন ব্যানার পোস্টার ত্রিপল পুড়ে ছাই হয়ে গেছে। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকেরা আগুন দিয়েছে বলে অভিযোগ নৌকা প্রতীকের সমর্থকদের।
গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকায় নৌকা প্রতীকের অস্থায়ী ক্যাম্পে ওই ঘটনা ঘটে।
তেলিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নৌকা প্রতীকের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষ করে রাত ১১টার পরপরই বাসায় চলে যাই। সকালে মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করতে মসজিদে এসে অফিসে আগুন লাগার বিষয়টি জানায়।’
রফিকুল ইসলাম রফিক আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি অফিসের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ধারণা করছি, স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকেরা নৌকা প্রতীকের অস্থায়ী ক্যাম্পে আগুন দিয়েছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে ফোন করে জানানো হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (ট্রাক) প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বাতেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো কর্মী সমর্থক নৌকা প্রতীকের ক্যাম্পে আগুন দেয়নি। এটি মিথ্যা অভিযোগ।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করতে ইতিমধ্যে রওনা হয়েছি। তদন্ত করতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
গাজীপুর-৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট সাতজন প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগ আব্দুর রহমান (গামছা), বাংলাদেশ তরীকত ফেডারেশন মো. জয়নাল আবেদীন (ফুলের মালা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মো. জহিরুল মন্ডল (মশাল), জাতীয় পার্টির এম সাইফুল ইসলাম (লাঙল), মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ স্বতন্ত্র (ট্রাক) ও সাখাওয়াত হোসেন খান (ঈগল)।

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ মিনিট আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৫ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৮ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২১ মিনিট আগে