Ajker Patrika

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২৩: ৩৮
ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

রাজধানীর হাতিরপুলে ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। 

আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন জনি বাবু (৩০), অনিন্দ চৌধুরী (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জলসহ (৩০) আরও কয়েকজন। 

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা নির্বাচনী প্রচারণার মিছিলে কারা সামনে দাঁড়াবে, এটি নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

ঢাকা মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা বলেন, দুপুরে তাঁরা ঢাকা-১০-এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারে যান। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৩০-৪০ জন নেতা-কর্মী আহত হন। 

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আহত অন্তত ১৫ জন জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত