Ajker Patrika

ডেমরায় কিশোরীকে দল বেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি
ডেমরায় কিশোরীকে দল বেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় ১৭ বছরের অপহৃত এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার আলোচিত ঘটনার প্রধান আসামি আসিফকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন তথ্যর ভিত্তিতে আফতাবনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। 

আজ শুক্রবার বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। এদিন সকালে তাঁকে আদালতে পাঠায় ডেমরা থানা-পুলিশ। গ্রেপ্তার আসিফ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পিতলগঞ্জ গ্রামের উকিল উদ্দিনের ছেলে। 

এর আগে এ ঘটনায় জড়িত সহযোগী নারীসহ গ্রেপ্তার ৩ জনকে ২ দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠায় ডেমরা থানা-পুলিশ। গত মঙ্গলবার বিকেলে তাঁদের বিরুদ্ধে আদালত এ রিমান্ডের আদেশ দেন। 

এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন গত সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে ডেমরা থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন—আসিফ (২১), আশরাফুল ইসলাম (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেলিনা আক্তার জেরিন (২২), তাঁর স্বামী শাহ আলম সৈকত (২৫) ও ডেমরার ফারাবি আল মাহফুজ (২৫)। এদের মধ্যে জেরিন ও তার স্বামী শাহ আলম ও ডেমরার ফারাবিকে সোমবার রাতেই সারুলিয়া টেংরা মা মেমোরিয়াল স্কুল এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার ২ নম্বর আসামি ও ধর্ষক আশরাফুল ইসলাম (৪৫) এখনো পলাতক রয়েছেন। 

বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, গত ৩ বছর আগে ভুক্তভোগীর বড় বোনের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার সেলিনা আক্তার জেরিনের পরিচয় হয়। সম্পর্কের একপর্যায়ে উভয়ের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ও প্রতিনিয়ত মোবাইল ফোনে যোগাযোগ চলে। এর মধ্যে গত ২৫ জানুয়ারি জেরিন তাঁর বান্ধবীকে না জানিয়ে মোবাইল ফোনে ভুক্তভোগীকে রূপগঞ্জ ৩ শত ফিট এলাকার নিলা মার্কেটে যেতে বলেন। কথামতো সেখানে যাওয়ার পর মেয়েটিকে দাওয়াত খাওয়ানোর নামে জেরিন দ্রুত নিজের ছেলে বন্ধুদের নিয়ে নিজ বাসায় যান। তবে মেয়েটিকে অপহরণের এসব বিষয় পূর্বপরিকল্পিত ছিল।

ওসি আরও জানান, সারুলিয়া জেরিনের বাসায় আনার পরেই পলাতক আসামি মো. আসিফ (২১) এবং আশরাফুল ইসলাম (৪৫) নামে ২ লম্পট মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় জেরিন মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরে গত ২৬ জানুয়ারি সকাল ৬টায় অভিযুক্তরা মেয়েটির বড় বোনের কাছে মোবাইলে ফোনে ৫০ হাজার টাকা দাবি করেন। এ ঘটনায় তাদের দেওয়া ২টি বিকাশ নম্বরে ৩ দফায় ২৫ হাজার টাকা পাঠালে তাঁরা ভুক্তভোগীকে ছেড়ে দেয়। এ ঘটনার পর মেয়েটি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত