নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাপানে বেড়ে ওঠা দুই শিশুর জন্য পারিবারিক পরিবেশ চাইবেন তাদের মা নাকানো এরিকো ও বাবা ইমরান শরীফ। উভয় পক্ষের আইনজীবীদের প্রত্যাশা রায় তাঁদের পক্ষেই হবে। আজ মঙ্গলবার ১১ বছর বয়সী জেসমিন মালিকা ও ৯ বছরের মাকানো লাইলা লিনাকে আদালতে নেওয়া হবে।
শিশুদের বাবা ইমরান শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কিছু বলার নেই। আমার সন্তানদের জন্য যেটা ভালো হয় এবং আদালত যেটা চাইবে সেটাই হবে।’
শিশুদের মা নাকানো এরিকোর পক্ষের আইনজীবী শিশির মোহাম্মদ মনির আজকের পত্রিকাকে বলেন, সন্তানদের মা চান ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে শিশুদের যেন পারিবারিক পরিবেশে স্থানান্তর করা হয়। তারা যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে বেড়ে উঠতে পারে।
মেয়েদের বাবা ইমরান শরীফের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, বাচ্চারা যেখানে অভ্যস্ত সেটাই তাদের জন্য নিরাপদ জায়গা। তারা স্থায়ী একটা জায়গায় থাকুক। সেটা পারিবারিক পরিবেশে হোক। কারণ, অপরিচিত জায়গায় বাচ্চারা গেলে তাদের শারীরিক ও মানসিকভাবে সমস্যা সৃষ্টি হবে। শিশুদের মতামতের গুরুত্ব দিয়ে আদালতের অনেক রায় আছে উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের ৮ মার্চ রায়ে ছেলে দুইটা বাচ্চা তাদের বাবার কাছে থাকতে চেয়েছিল। কোনোভাবেই মায়ের কাছে যেতে চায়নি। যখন আদালত শিশুদের বাবার জিম্মায় দিয়ে ১৫ দিনে এক দিন মায়ের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেটা একটা হোটেলে তাঁরা দেখা করতে পারবেন।
৩১ আগস্ট পর্যন্ত দুই শিশুকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা এবং ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জানা গেছে, পেশায় চিকিৎসক নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ইমরান শরীফের (৫৮) বিয়ে হয় ২০০৮ সালে। তাঁদের তিনটি সন্তান জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। চলতি বছরের ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে আসেন।

জাপানে বেড়ে ওঠা দুই শিশুর জন্য পারিবারিক পরিবেশ চাইবেন তাদের মা নাকানো এরিকো ও বাবা ইমরান শরীফ। উভয় পক্ষের আইনজীবীদের প্রত্যাশা রায় তাঁদের পক্ষেই হবে। আজ মঙ্গলবার ১১ বছর বয়সী জেসমিন মালিকা ও ৯ বছরের মাকানো লাইলা লিনাকে আদালতে নেওয়া হবে।
শিশুদের বাবা ইমরান শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কিছু বলার নেই। আমার সন্তানদের জন্য যেটা ভালো হয় এবং আদালত যেটা চাইবে সেটাই হবে।’
শিশুদের মা নাকানো এরিকোর পক্ষের আইনজীবী শিশির মোহাম্মদ মনির আজকের পত্রিকাকে বলেন, সন্তানদের মা চান ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে শিশুদের যেন পারিবারিক পরিবেশে স্থানান্তর করা হয়। তারা যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে বেড়ে উঠতে পারে।
মেয়েদের বাবা ইমরান শরীফের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, বাচ্চারা যেখানে অভ্যস্ত সেটাই তাদের জন্য নিরাপদ জায়গা। তারা স্থায়ী একটা জায়গায় থাকুক। সেটা পারিবারিক পরিবেশে হোক। কারণ, অপরিচিত জায়গায় বাচ্চারা গেলে তাদের শারীরিক ও মানসিকভাবে সমস্যা সৃষ্টি হবে। শিশুদের মতামতের গুরুত্ব দিয়ে আদালতের অনেক রায় আছে উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের ৮ মার্চ রায়ে ছেলে দুইটা বাচ্চা তাদের বাবার কাছে থাকতে চেয়েছিল। কোনোভাবেই মায়ের কাছে যেতে চায়নি। যখন আদালত শিশুদের বাবার জিম্মায় দিয়ে ১৫ দিনে এক দিন মায়ের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেটা একটা হোটেলে তাঁরা দেখা করতে পারবেন।
৩১ আগস্ট পর্যন্ত দুই শিশুকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা এবং ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জানা গেছে, পেশায় চিকিৎসক নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ইমরান শরীফের (৫৮) বিয়ে হয় ২০০৮ সালে। তাঁদের তিনটি সন্তান জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। চলতি বছরের ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে আসেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে