নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আউটসোর্সিং কর্মীদের সঙ্গে গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা সেবাপ্রত্যাশীরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আজ সোমবার বেলা ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত এ মারামারি চলে। এ সময় রড, লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের সঙ্গে আমরা আলোচনা করছি। মারামারির ঘটনায় কয়েকজন হালকা আহত হয়েছে। হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক হয়েছে। এ রকম ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য উদ্যোগ নেওয়া হবে।’
ইবনে মিজান আরও বলেন, ‘ঝামেলা শুরু হয়েছে রোববার (গতকাল) রাত থেকে। রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। সকালেও কর্মীদের ওপরে ‘‘হামলা’’ করে ছাত্ররা। এই ছাত্ররা সবাই জুলাই আন্দোলনে আহত হয়ে এখানে চিকিৎসাধীন। এ সময় রড, লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’
হাসপাতালটির কর্মীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলে আসছে। এর মধ্যে গতকাল রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। এতে হাসপাতালের কর্মীরা ক্ষিপ্ত হন। ওই ঘটনার প্রতিবাদে আজ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মীরা। এর মধ্যে তাঁদের ওপর হামলা হয় বলে দাবি করেন সাইফুল নামের এক কর্মী।
তবে অভ্যুত্থানে আহত ব্যক্তিদের একজন মামুন বলেন, ‘৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আহত হই। এখানেই ভর্তি ছিলাম। হাসপাতালে দালাল ছাড়া কোনো সেবা মেলে না। পুরো হাসপাতাল চালায় দালাল সিন্ডিকেট। এর বিরুদ্ধে কথা বলায় সকাল ১০টার দিকে ফিজিওথেরাপি নিতে যাওয়া আমাদের কয়েকজনের ওপর হামলা চালায় হাসপাতালের একদল কর্মচারী ও দালাল।’
এদিকে হাসপাতালের কর্মীদের মারধর করায় তাঁরা সেবা বন্ধ করে দেন। সব কাউন্টার থেকে তাঁরা উঠে যান। এতে বিকেল পর্যন্ত সেবা বন্ধ থাকে। পরে পরিচালকের সঙ্গে বৈঠকে বসে সেনাবাহিনী, পুলিশ ও কর্মচারীদের প্রতিনিধি।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আউটসোর্সিং কর্মীদের সঙ্গে গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা সেবাপ্রত্যাশীরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আজ সোমবার বেলা ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত এ মারামারি চলে। এ সময় রড, লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের সঙ্গে আমরা আলোচনা করছি। মারামারির ঘটনায় কয়েকজন হালকা আহত হয়েছে। হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক হয়েছে। এ রকম ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য উদ্যোগ নেওয়া হবে।’
ইবনে মিজান আরও বলেন, ‘ঝামেলা শুরু হয়েছে রোববার (গতকাল) রাত থেকে। রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। সকালেও কর্মীদের ওপরে ‘‘হামলা’’ করে ছাত্ররা। এই ছাত্ররা সবাই জুলাই আন্দোলনে আহত হয়ে এখানে চিকিৎসাধীন। এ সময় রড, লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’
হাসপাতালটির কর্মীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলে আসছে। এর মধ্যে গতকাল রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। এতে হাসপাতালের কর্মীরা ক্ষিপ্ত হন। ওই ঘটনার প্রতিবাদে আজ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মীরা। এর মধ্যে তাঁদের ওপর হামলা হয় বলে দাবি করেন সাইফুল নামের এক কর্মী।
তবে অভ্যুত্থানে আহত ব্যক্তিদের একজন মামুন বলেন, ‘৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আহত হই। এখানেই ভর্তি ছিলাম। হাসপাতালে দালাল ছাড়া কোনো সেবা মেলে না। পুরো হাসপাতাল চালায় দালাল সিন্ডিকেট। এর বিরুদ্ধে কথা বলায় সকাল ১০টার দিকে ফিজিওথেরাপি নিতে যাওয়া আমাদের কয়েকজনের ওপর হামলা চালায় হাসপাতালের একদল কর্মচারী ও দালাল।’
এদিকে হাসপাতালের কর্মীদের মারধর করায় তাঁরা সেবা বন্ধ করে দেন। সব কাউন্টার থেকে তাঁরা উঠে যান। এতে বিকেল পর্যন্ত সেবা বন্ধ থাকে। পরে পরিচালকের সঙ্গে বৈঠকে বসে সেনাবাহিনী, পুলিশ ও কর্মচারীদের প্রতিনিধি।
লক্ষ্মীপুরে এক ব্যক্তি তাঁর ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে এবং পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে। দাম্পত্য কলহের জেরে গতকাল শনিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজী
৩ মিনিট আগেজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে ঢাকার সাভারে ইয়ামিনের মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় তিন আসামিকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের...
৮ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ১৩ বছর ও তাঁর ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তিন বছরের কারাদণ্ড স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁদের আপিলের অনুমতি দেওয়া হয়েছে। আজ রোববার তাঁদের পৃথক লিভ টু আপিল মঞ্জুর করে ব
১০ মিনিট আগে