
করোনা মহামারির কারণে বিশ্ববাজারে দ্রব্যমূল্যে প্রভাব পড়েছে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন বলেছেন, ‘গত দুই বছর ধরে বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে খাদ্যে ব্যাপক প্রভাব পড়েছে। এর ঢেউ আমাদের দেশেও কম-বেশি লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই অবস্থা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কাজ করছেন।’
আজ শুক্রবার রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা সরকারি মডেল বিদ্যালয় প্রাঙ্গণে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘বিশ্বব্যাপী প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূলের ঊর্ধ্বগতিতে আমাদের দেশেও প্রভাব পড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন পণ্য থেকে ভ্যাট-ট্যাক্স মওকুফ করেছে। বাজারব্যবস্থা মনিটরিং করা থেকে শুরু করে যা যা করা দরকার তা করছে। কিন্তু সরকারের একার পক্ষে এই দুরূহ কাজ আরও দুরূহ হয়ে পড়ে। আমরা যদি এই কাজে সম্পৃক্ত না হই, তাহলে সরকারের একার পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে আমি আমাদের যেসব সচ্ছল ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ রয়েছেন, তাঁদের আহ্বান জানাব আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্র ও দুঃখী মানুষের পাশে দাঁড়ান। তাহলে দুস্থ অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।’
সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার তার সর্বশক্তি নিয়োগ করে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই অবস্থা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছে। আমরা যারা সমাজের সচ্ছল ব্যক্তিবর্গ রয়েছি, তারা সবাই যদি সরকারের এই মহতি কাজে শামিল হয়ে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তাহলে দ্রব্যমূল্য অচিরেই মানুষের নাগালের মধ্যে চলে আসবে।’
সাঈদ খোকন জানান, তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে শবে বরাত থেকে শুরু করে শবে কদর পর্যন্ত অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সময়ে ৬ হাজার দুস্থ মানুষকে ৩০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করবে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। এর জন্য শহরের ৩০টি ওয়ার্ডে কমিটি প্রস্তুত করা হয়েছে।
সাঈদ খোকন আরও বলেন, ‘করোনাকালীন পুরান ঢাকাসহ বিভিন্ন মানুষের সুখে-দুঃখে আমি পাশে ছিলাম এবং আছি। আমাদের সংগঠন বিভিন্ন সেবামূলক সাহায্য-সহযোগিতা দিয়ে আসছে। আমরা বিগত এক বছরে এই এলাকার প্রায় ২০ হাজার মানুষকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেছি, সঙ্গে ৫০০ রোগীর বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছি। বিগত রমজানেও হাজার হাজার নিঃস্ব-দুস্থ পরিবারের মধ্য্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ফজলুর রহমান সরদার, সুরিটোলা সরকারি মডেল বিদ্যালয়ের সভাপতি হাজি মো. ফারুক, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী হাজি মো. হাফিজ, আতিকুর রহমান স্বপন, মোহাম্মদ সাজেদ, মোহাম্মদ সাদেক মিঠু, মোখলেসুর রহমান রোমেল, হাজি বাবু ভূঁইয়া, মো. ফয়সাল শেখ, মো. সালাউদ্দিন তুহিন, মো. শাহাদাত হোসেন মিকো, জনসংযোগ কর্মকর্তা ও সাংগঠনিক সচিব মো. হাবিবুল ইসলাম সুমনসহ ওয়ার্ড সমন্বয়কারীরা।

করোনা মহামারির কারণে বিশ্ববাজারে দ্রব্যমূল্যে প্রভাব পড়েছে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন বলেছেন, ‘গত দুই বছর ধরে বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে খাদ্যে ব্যাপক প্রভাব পড়েছে। এর ঢেউ আমাদের দেশেও কম-বেশি লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই অবস্থা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কাজ করছেন।’
আজ শুক্রবার রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা সরকারি মডেল বিদ্যালয় প্রাঙ্গণে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘বিশ্বব্যাপী প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূলের ঊর্ধ্বগতিতে আমাদের দেশেও প্রভাব পড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন পণ্য থেকে ভ্যাট-ট্যাক্স মওকুফ করেছে। বাজারব্যবস্থা মনিটরিং করা থেকে শুরু করে যা যা করা দরকার তা করছে। কিন্তু সরকারের একার পক্ষে এই দুরূহ কাজ আরও দুরূহ হয়ে পড়ে। আমরা যদি এই কাজে সম্পৃক্ত না হই, তাহলে সরকারের একার পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে আমি আমাদের যেসব সচ্ছল ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ রয়েছেন, তাঁদের আহ্বান জানাব আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্র ও দুঃখী মানুষের পাশে দাঁড়ান। তাহলে দুস্থ অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।’
সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার তার সর্বশক্তি নিয়োগ করে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই অবস্থা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছে। আমরা যারা সমাজের সচ্ছল ব্যক্তিবর্গ রয়েছি, তারা সবাই যদি সরকারের এই মহতি কাজে শামিল হয়ে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তাহলে দ্রব্যমূল্য অচিরেই মানুষের নাগালের মধ্যে চলে আসবে।’
সাঈদ খোকন জানান, তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে শবে বরাত থেকে শুরু করে শবে কদর পর্যন্ত অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সময়ে ৬ হাজার দুস্থ মানুষকে ৩০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করবে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। এর জন্য শহরের ৩০টি ওয়ার্ডে কমিটি প্রস্তুত করা হয়েছে।
সাঈদ খোকন আরও বলেন, ‘করোনাকালীন পুরান ঢাকাসহ বিভিন্ন মানুষের সুখে-দুঃখে আমি পাশে ছিলাম এবং আছি। আমাদের সংগঠন বিভিন্ন সেবামূলক সাহায্য-সহযোগিতা দিয়ে আসছে। আমরা বিগত এক বছরে এই এলাকার প্রায় ২০ হাজার মানুষকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেছি, সঙ্গে ৫০০ রোগীর বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছি। বিগত রমজানেও হাজার হাজার নিঃস্ব-দুস্থ পরিবারের মধ্য্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ফজলুর রহমান সরদার, সুরিটোলা সরকারি মডেল বিদ্যালয়ের সভাপতি হাজি মো. ফারুক, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী হাজি মো. হাফিজ, আতিকুর রহমান স্বপন, মোহাম্মদ সাজেদ, মোহাম্মদ সাদেক মিঠু, মোখলেসুর রহমান রোমেল, হাজি বাবু ভূঁইয়া, মো. ফয়সাল শেখ, মো. সালাউদ্দিন তুহিন, মো. শাহাদাত হোসেন মিকো, জনসংযোগ কর্মকর্তা ও সাংগঠনিক সচিব মো. হাবিবুল ইসলাম সুমনসহ ওয়ার্ড সমন্বয়কারীরা।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৯ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩৫ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে