নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ গঠন করেন। এর ফলে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা মামলার বিচার শুরু হলো।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইলিয়াসের বিচার শুরু হল। ইলিয়াস পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।’
এদিকে এই মামলার অপর আসামি বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লাবুর পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে অব্যাহতি দেন।
এই মামলায় সাবেক এসপি বাবুল আক্তার, তাঁর বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া, সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে গত বছর ৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়।
২৫ জুলাই মামলার অভিযোগপত্র গ্রহণ করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ট্রাইবুনাল। ওই দিন এই মামলার আসামি পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তাঁর বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০২২ সালেট ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
বাদী বনজ কুমার এজাহারে উল্লেখ করেন, সাবেক এসপি বাবুল আক্তার তাঁর স্ত্রী মিতুকে হত্যা করেন। পিবিআই ওই মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। ওই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বনজসহ পিবিআইয়ের বিরুদ্ধে ইলিয়াস হোসাইন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছেন।
ওই ভিডিওতে ইলিয়াস তাঁর বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালান।

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ গঠন করেন। এর ফলে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা মামলার বিচার শুরু হলো।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইলিয়াসের বিচার শুরু হল। ইলিয়াস পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।’
এদিকে এই মামলার অপর আসামি বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লাবুর পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে অব্যাহতি দেন।
এই মামলায় সাবেক এসপি বাবুল আক্তার, তাঁর বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া, সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে গত বছর ৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়।
২৫ জুলাই মামলার অভিযোগপত্র গ্রহণ করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ট্রাইবুনাল। ওই দিন এই মামলার আসামি পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তাঁর বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০২২ সালেট ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
বাদী বনজ কুমার এজাহারে উল্লেখ করেন, সাবেক এসপি বাবুল আক্তার তাঁর স্ত্রী মিতুকে হত্যা করেন। পিবিআই ওই মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। ওই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বনজসহ পিবিআইয়ের বিরুদ্ধে ইলিয়াস হোসাইন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছেন।
ওই ভিডিওতে ইলিয়াস তাঁর বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে