নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ গঠন করেন। এর ফলে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা মামলার বিচার শুরু হলো।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইলিয়াসের বিচার শুরু হল। ইলিয়াস পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।’
এদিকে এই মামলার অপর আসামি বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লাবুর পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে অব্যাহতি দেন।
এই মামলায় সাবেক এসপি বাবুল আক্তার, তাঁর বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া, সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে গত বছর ৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়।
২৫ জুলাই মামলার অভিযোগপত্র গ্রহণ করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ট্রাইবুনাল। ওই দিন এই মামলার আসামি পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তাঁর বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০২২ সালেট ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
বাদী বনজ কুমার এজাহারে উল্লেখ করেন, সাবেক এসপি বাবুল আক্তার তাঁর স্ত্রী মিতুকে হত্যা করেন। পিবিআই ওই মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। ওই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বনজসহ পিবিআইয়ের বিরুদ্ধে ইলিয়াস হোসাইন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছেন।
ওই ভিডিওতে ইলিয়াস তাঁর বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালান।

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ গঠন করেন। এর ফলে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা মামলার বিচার শুরু হলো।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইলিয়াসের বিচার শুরু হল। ইলিয়াস পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।’
এদিকে এই মামলার অপর আসামি বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লাবুর পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে অব্যাহতি দেন।
এই মামলায় সাবেক এসপি বাবুল আক্তার, তাঁর বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া, সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে গত বছর ৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়।
২৫ জুলাই মামলার অভিযোগপত্র গ্রহণ করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ট্রাইবুনাল। ওই দিন এই মামলার আসামি পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তাঁর বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০২২ সালেট ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
বাদী বনজ কুমার এজাহারে উল্লেখ করেন, সাবেক এসপি বাবুল আক্তার তাঁর স্ত্রী মিতুকে হত্যা করেন। পিবিআই ওই মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। ওই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বনজসহ পিবিআইয়ের বিরুদ্ধে ইলিয়াস হোসাইন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছেন।
ওই ভিডিওতে ইলিয়াস তাঁর বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালান।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
১১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২১ মিনিট আগে