নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে, অর্থাৎ সাত দিনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ করা যায়নি কাউন্টারগুলোতে।
সরেজমিনে দেখা যায়, গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন কাউন্টারে সড়কপথের বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। কিন্তু টিকিট বিক্রির প্রথম দিনে অগ্রিম টিকিট কাটতে যাত্রীদের ছিল না দীর্ঘ লাইন। করোনার দুই বছর পর এবার ঘোষণা দিয়ে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীদের খুব একটা সাড়া মিলছে না। তবে যে দু-একজন যাত্রী বাসের অগ্রিম টিকিট কাটতে আসছেন, তাঁরা কোনো ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন। এতে টিকিট কাটতে আসা যাত্রীরা বেশ স্বস্তি প্রকাশ করেছেন।
গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টারের অগ্রিম টিকিট কাটতে আসা লাতিফুর কবির নামের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে পঞ্চগড়ে যাওয়ার জন্য বাসের অগ্রিম টিকিট কাটতে এসেছি। কাউন্টারে কোনো ভিড় না থাকায় টিকিট কাটতে কোনো ধরনের ভোগান্তি হয়নি। কাউন্টারে পর্যাপ্ত টিকিট আছে, যেকোন দিনের টিকিট পাওয়া যাচ্ছে। আমি আগামী ২৮ এপ্রিলের অগ্রিম টিকিট কেটেছি। ঢাকা থেকে পঞ্চগড়ের ভাড়া আগে নিত ৯৫০ টাকা, ঈদ উপলক্ষে ১০৫০ টাকা ভাড়া নিয়েছে। তবে দ্রুত টিকিট পাওয়ায় আমরা খুশি।’
এদিকে যাত্রীদের চাপ না থাকার বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীরা হয়তো জানেন না আজ থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। এ কারণে টিকিট কাটতে আসা যাত্রীদের ভিড় লক্ষ করা যাচ্ছে না। তবে সকালের দিকে কিছু অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। যাত্রীদের চাপ একেবারে নেই বললেই চলে। আগামী তিন দিন অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আশা করছি আগামীকাল শনিবার থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে।’
ঈদযাত্রার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এবার ঈদে সারা দেশে ৩০০ থেকে ৪০০ গাড়ি চলাচল করবে হানিফ পরিবহনের। যাত্রীদের চাপ সামলানোর জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। তবে যাত্রীদের এখনো আমরা তেমন সাড়া পাইনি। যাত্রীদের চাপ বাড়লে আমাদের গাড়ির সংখ্যা বাড়ানো হবে।’

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে, অর্থাৎ সাত দিনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ করা যায়নি কাউন্টারগুলোতে।
সরেজমিনে দেখা যায়, গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন কাউন্টারে সড়কপথের বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। কিন্তু টিকিট বিক্রির প্রথম দিনে অগ্রিম টিকিট কাটতে যাত্রীদের ছিল না দীর্ঘ লাইন। করোনার দুই বছর পর এবার ঘোষণা দিয়ে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীদের খুব একটা সাড়া মিলছে না। তবে যে দু-একজন যাত্রী বাসের অগ্রিম টিকিট কাটতে আসছেন, তাঁরা কোনো ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন। এতে টিকিট কাটতে আসা যাত্রীরা বেশ স্বস্তি প্রকাশ করেছেন।
গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টারের অগ্রিম টিকিট কাটতে আসা লাতিফুর কবির নামের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে পঞ্চগড়ে যাওয়ার জন্য বাসের অগ্রিম টিকিট কাটতে এসেছি। কাউন্টারে কোনো ভিড় না থাকায় টিকিট কাটতে কোনো ধরনের ভোগান্তি হয়নি। কাউন্টারে পর্যাপ্ত টিকিট আছে, যেকোন দিনের টিকিট পাওয়া যাচ্ছে। আমি আগামী ২৮ এপ্রিলের অগ্রিম টিকিট কেটেছি। ঢাকা থেকে পঞ্চগড়ের ভাড়া আগে নিত ৯৫০ টাকা, ঈদ উপলক্ষে ১০৫০ টাকা ভাড়া নিয়েছে। তবে দ্রুত টিকিট পাওয়ায় আমরা খুশি।’
এদিকে যাত্রীদের চাপ না থাকার বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীরা হয়তো জানেন না আজ থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। এ কারণে টিকিট কাটতে আসা যাত্রীদের ভিড় লক্ষ করা যাচ্ছে না। তবে সকালের দিকে কিছু অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। যাত্রীদের চাপ একেবারে নেই বললেই চলে। আগামী তিন দিন অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আশা করছি আগামীকাল শনিবার থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে।’
ঈদযাত্রার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এবার ঈদে সারা দেশে ৩০০ থেকে ৪০০ গাড়ি চলাচল করবে হানিফ পরিবহনের। যাত্রীদের চাপ সামলানোর জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। তবে যাত্রীদের এখনো আমরা তেমন সাড়া পাইনি। যাত্রীদের চাপ বাড়লে আমাদের গাড়ির সংখ্যা বাড়ানো হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে