নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় গিয়ে তাঁর কাছ থেকে দোয়া নিয়েছেন।
আজ সোমবার বিকেলে তৈমুর আলম খন্দকারের বাসায় যান নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তৈমুরের পা ছুঁয়ে দোয়া নেন আইভী। তৈমুর আলম খন্দকারও তাঁকে বুকে জড়িয়ে নেন। সে সময় চাচা-ভাতিজির মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘বিজয়ী হওয়ার জন্য আমি আইভীকে মোবারকবাদ জানাই। তাঁর সঙ্গে আমার যে সম্পর্ক, এটা আত্মিক ও আন্তরিক। আমি যেখানেই থাকি, আলী আহাম্মদ চুনকা ও তাঁর পরিবারের জন্য দোয়া করি। যখনই হাত তুলি, তখনই তাঁর জন্য দোয়া করি।’
তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে আলী আহাম্মদ চুনকা ভাইয়ের হাত ধরেই বিভিন্ন সংগঠনে যুক্ত হয়েছি। তাঁর মাধ্যমে আমার রাজনীতিতে উত্থান। চুনকা ভাই আমার মাকে মা বলতেন, আমি তাঁকে ভাই বলতাম। তাঁর মেয়ের সঙ্গে আমি আছি। সে যেকোনো জায়গায় থাকুক, তার যেকোনো বিপদে-আপদে অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত আছে। আগামীতেও থাকবে। তার আগামী দিন যেন সুন্দর হয়, সেই দোয়া করি। আমার শ্রদ্ধাবোধ চুনকা ভাইয়ের জন্য আজীবন থাকবে।’
আইভী বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়। পারিবারিক সম্পর্কে কখনো ঘাটতি হবে না। পূর্বে যে রকম ছিল তেমনই থাকবে। আমার তরফ থেকে বিঘ্ন হবে না। কাকার কাছ থেকেও বাধাগ্রস্ত হবে না। ভবিষ্যতে আমি তাঁর কাছ থেকে পরামর্শ নিয়েই চলব। পৌরসভার আমল থেকেই কাকা আমাকে অনেক সহায়তা করেছেন। হীরালাল খাল, বোয়ালিয়া খালের জন্য তিনি অনেক সাহায্য করেছেন। আমরা সবাই নারায়ণগঞ্জের মানুষ।’
এ সময় একে অপরকে মিষ্টিমুখ করান তৈমুর ও আইভী। সেখানে উপস্থিত ছিলেন তৈমুরের স্ত্রী ফারজানা খন্দকার, কন্যা মার-ই-য়াম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় গিয়ে তাঁর কাছ থেকে দোয়া নিয়েছেন।
আজ সোমবার বিকেলে তৈমুর আলম খন্দকারের বাসায় যান নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তৈমুরের পা ছুঁয়ে দোয়া নেন আইভী। তৈমুর আলম খন্দকারও তাঁকে বুকে জড়িয়ে নেন। সে সময় চাচা-ভাতিজির মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘বিজয়ী হওয়ার জন্য আমি আইভীকে মোবারকবাদ জানাই। তাঁর সঙ্গে আমার যে সম্পর্ক, এটা আত্মিক ও আন্তরিক। আমি যেখানেই থাকি, আলী আহাম্মদ চুনকা ও তাঁর পরিবারের জন্য দোয়া করি। যখনই হাত তুলি, তখনই তাঁর জন্য দোয়া করি।’
তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে আলী আহাম্মদ চুনকা ভাইয়ের হাত ধরেই বিভিন্ন সংগঠনে যুক্ত হয়েছি। তাঁর মাধ্যমে আমার রাজনীতিতে উত্থান। চুনকা ভাই আমার মাকে মা বলতেন, আমি তাঁকে ভাই বলতাম। তাঁর মেয়ের সঙ্গে আমি আছি। সে যেকোনো জায়গায় থাকুক, তার যেকোনো বিপদে-আপদে অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত আছে। আগামীতেও থাকবে। তার আগামী দিন যেন সুন্দর হয়, সেই দোয়া করি। আমার শ্রদ্ধাবোধ চুনকা ভাইয়ের জন্য আজীবন থাকবে।’
আইভী বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়। পারিবারিক সম্পর্কে কখনো ঘাটতি হবে না। পূর্বে যে রকম ছিল তেমনই থাকবে। আমার তরফ থেকে বিঘ্ন হবে না। কাকার কাছ থেকেও বাধাগ্রস্ত হবে না। ভবিষ্যতে আমি তাঁর কাছ থেকে পরামর্শ নিয়েই চলব। পৌরসভার আমল থেকেই কাকা আমাকে অনেক সহায়তা করেছেন। হীরালাল খাল, বোয়ালিয়া খালের জন্য তিনি অনেক সাহায্য করেছেন। আমরা সবাই নারায়ণগঞ্জের মানুষ।’
এ সময় একে অপরকে মিষ্টিমুখ করান তৈমুর ও আইভী। সেখানে উপস্থিত ছিলেন তৈমুরের স্ত্রী ফারজানা খন্দকার, কন্যা মার-ই-য়াম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২ ঘণ্টা আগে