নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস। এ সময় হাউজিংয়ের প্রধান সড়কের মাটির নিচে থাকা গ্যাসের লাইন অপসারণ করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
উচ্ছেদ অভিযানের সময়ে স্থানীয়রা দাবি করেন, নবীনগর হাউজিংয়ে দীর্ঘদিন ধরে তিতাসের কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ লাইন চলে। লাইন কাটার পরে আবার টাকার বিনিময়ে সংযোগ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নবীনগর হাউজিংয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মাটির নিচে থাকা লাইন ওঠানোর কাজ করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় দুজনকে আটক করা হয়। এ ছাড়া একটি প্রতিষ্ঠান ও একটি অ্যাপার্টমেন্টের মালিক পক্ষকে জরিমানা করা হয়েছে।
তিতাসের সহযোগিতা ছাড়া টাকার বিনিময়ে অবৈধ সংযোগের বিষয়ে জানতে চাইলে তিতাসের ঢাকা মেট্রো বিতরণ জোন-(১০ ও ১১) এর উপপরিচালক বলেন, তিতাস গ্যাস অনুমোদন দেওয়ার পরে ঠিকাদারের মাধ্যমে সংযোগ দেওয়ার ক্ষমতা রাখে। তবে বর্তমানে বৈধ গ্যাসের সংযোগ নেওয়ার উপায় নেই। আমরা আজ পর্যন্ত জানতে পারছি না কারা অবৈধ সংযোগ দেয়। আমাদের কাছে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিব। যারা অবৈধ সংযোগ দিচ্ছে তাদের নাম পেলে আমরা মামলা করব।
স্থানীয়রা জানান, প্রতিটি বাড়ি থেকে টাকা নেওয়ার পর লাইন লাগানো হয়। পুলিশ ও তিতাসের কর্মকর্তাদের উপস্থিতিতে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত গ্যাসের সংযোগ লাগানো হয়। হাউজিং মালিক সমিতির কয়েকজন প্রতি বাড়ি থেকে ৫ হাজার করে টাকা নেয়। আর এই অভিযোগের তীর নবীনগর হাউজিং মালিক সমিতির সভাপতি তাজুল ইসলামের দিকে। অবৈধ গ্যাসের বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আর মালিক সমিতিতে আমি সভাপতি না তিন নম্বর সাধারণ সম্পাদক।

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস। এ সময় হাউজিংয়ের প্রধান সড়কের মাটির নিচে থাকা গ্যাসের লাইন অপসারণ করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
উচ্ছেদ অভিযানের সময়ে স্থানীয়রা দাবি করেন, নবীনগর হাউজিংয়ে দীর্ঘদিন ধরে তিতাসের কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ লাইন চলে। লাইন কাটার পরে আবার টাকার বিনিময়ে সংযোগ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নবীনগর হাউজিংয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মাটির নিচে থাকা লাইন ওঠানোর কাজ করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় দুজনকে আটক করা হয়। এ ছাড়া একটি প্রতিষ্ঠান ও একটি অ্যাপার্টমেন্টের মালিক পক্ষকে জরিমানা করা হয়েছে।
তিতাসের সহযোগিতা ছাড়া টাকার বিনিময়ে অবৈধ সংযোগের বিষয়ে জানতে চাইলে তিতাসের ঢাকা মেট্রো বিতরণ জোন-(১০ ও ১১) এর উপপরিচালক বলেন, তিতাস গ্যাস অনুমোদন দেওয়ার পরে ঠিকাদারের মাধ্যমে সংযোগ দেওয়ার ক্ষমতা রাখে। তবে বর্তমানে বৈধ গ্যাসের সংযোগ নেওয়ার উপায় নেই। আমরা আজ পর্যন্ত জানতে পারছি না কারা অবৈধ সংযোগ দেয়। আমাদের কাছে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিব। যারা অবৈধ সংযোগ দিচ্ছে তাদের নাম পেলে আমরা মামলা করব।
স্থানীয়রা জানান, প্রতিটি বাড়ি থেকে টাকা নেওয়ার পর লাইন লাগানো হয়। পুলিশ ও তিতাসের কর্মকর্তাদের উপস্থিতিতে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত গ্যাসের সংযোগ লাগানো হয়। হাউজিং মালিক সমিতির কয়েকজন প্রতি বাড়ি থেকে ৫ হাজার করে টাকা নেয়। আর এই অভিযোগের তীর নবীনগর হাউজিং মালিক সমিতির সভাপতি তাজুল ইসলামের দিকে। অবৈধ গ্যাসের বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আর মালিক সমিতিতে আমি সভাপতি না তিন নম্বর সাধারণ সম্পাদক।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
২ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
৭ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
৪২ মিনিট আগে