ঢামেক প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে আল আমিন ভূঁইয়া (৪২) ও নুরুল আমিন ভূঁইয়া (৩২) নামে দুই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাঁরা আপন ভাই। পূর্বশত্রুতার জের ধরে আজ বুধবার দুপুরের দিকে পৃথক সময় মরদেহ দুটি হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।
হাসপাতালে আল আমিন ভূঁইয়ার স্ত্রী মুনমুন ভূঁইয়া জানান, তাঁদের বাসা ওয়ারী এ কে এম সাহা লেনে। নুরুল আমিনের বাসা ডেমড়া বাঁশেরপুল এলাকায়। তাঁর স্বামী আল আমিন গার্মেন্টসের ব্যবসা করেন। ওয়ারী থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নুরুল আমিন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
তিনি আরও জানান, গত দুই বছর আগে ওয়ারী হাটখোলা এলাকায় ফ্ল্যাটের জন্য ক্ল্যাসিক্যাল নামে একটি কোম্পানিকে টাকা দেন। কিন্তু ফ্ল্যাটের কোনো কাজই করছে না। আজ সকালে হাটখোলা এলাকায় আল আমিন ও নুরুল আমিন দুই ভাই ফ্ল্যাটের জায়গায় গেলে আকবর, টুটুল, ইলিয়াসসহ কয়েকজন তাঁদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।
হাসপাতালে নিহত নুরুল আমিনের শ্যালক মো. জুবায়ের জানান, নুরুল আমিন ও আল আমিন দুজন আপন ভাই। নুরুল আমিন থাকত ডেমরা বাঁশেরপুল এলাকায়। রাইট শেয়ারিংয়ের মাধ্যমে বাইক চালাতেন।
তিনি আরও বলেন, ‘আজ সকালের দিকে ওয়ারী থানা এলাকায় তাঁদের পিটিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে। পরে নুরুল আমিনের মরদেহ পুলিশ একটি ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেয় আমরাও সঙ্গে সঙ্গে হাসপাতালে আসি। এর আগে তাঁর বড় ভাই আল আমিনের মরদেহ নিয়ে আসে অন্য লোকজন।’
তিনি বলেন, ‘আল আমিন ওয়ারী এলাকায় বিএনপির রাজনীতি করত বলে আমি জানতে পেরেছি। তবে নুরুল আমিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুজনকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ মর্গে আছে।

রাজধানীর ওয়ারীতে আল আমিন ভূঁইয়া (৪২) ও নুরুল আমিন ভূঁইয়া (৩২) নামে দুই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাঁরা আপন ভাই। পূর্বশত্রুতার জের ধরে আজ বুধবার দুপুরের দিকে পৃথক সময় মরদেহ দুটি হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।
হাসপাতালে আল আমিন ভূঁইয়ার স্ত্রী মুনমুন ভূঁইয়া জানান, তাঁদের বাসা ওয়ারী এ কে এম সাহা লেনে। নুরুল আমিনের বাসা ডেমড়া বাঁশেরপুল এলাকায়। তাঁর স্বামী আল আমিন গার্মেন্টসের ব্যবসা করেন। ওয়ারী থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নুরুল আমিন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
তিনি আরও জানান, গত দুই বছর আগে ওয়ারী হাটখোলা এলাকায় ফ্ল্যাটের জন্য ক্ল্যাসিক্যাল নামে একটি কোম্পানিকে টাকা দেন। কিন্তু ফ্ল্যাটের কোনো কাজই করছে না। আজ সকালে হাটখোলা এলাকায় আল আমিন ও নুরুল আমিন দুই ভাই ফ্ল্যাটের জায়গায় গেলে আকবর, টুটুল, ইলিয়াসসহ কয়েকজন তাঁদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।
হাসপাতালে নিহত নুরুল আমিনের শ্যালক মো. জুবায়ের জানান, নুরুল আমিন ও আল আমিন দুজন আপন ভাই। নুরুল আমিন থাকত ডেমরা বাঁশেরপুল এলাকায়। রাইট শেয়ারিংয়ের মাধ্যমে বাইক চালাতেন।
তিনি আরও বলেন, ‘আজ সকালের দিকে ওয়ারী থানা এলাকায় তাঁদের পিটিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে। পরে নুরুল আমিনের মরদেহ পুলিশ একটি ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেয় আমরাও সঙ্গে সঙ্গে হাসপাতালে আসি। এর আগে তাঁর বড় ভাই আল আমিনের মরদেহ নিয়ে আসে অন্য লোকজন।’
তিনি বলেন, ‘আল আমিন ওয়ারী এলাকায় বিএনপির রাজনীতি করত বলে আমি জানতে পেরেছি। তবে নুরুল আমিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুজনকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ মর্গে আছে।

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদসহ দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
১০ মিনিট আগে
ঢাকার সাভারে আমিনবাজারের বড়দেশি গ্রামে দেলোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরের পর নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর দুই চোখ উপড়ে ও যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগে
কুমিল্লা-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এই অভিযোগকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান উভয়
২৯ মিনিট আগে
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে অংশ নেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১ ঘণ্টা আগে