নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদার (২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) ও স্বপন খান (৪৫)।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও তাঁর ভাই বিশ্বনাথ আধ্য (৫৭) ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির ডাইস কিনে গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র্যাব পরিচয়ে বাসটি থামায়। এরপর র্যাবের কটি পরিহিত ৩-৪ জন বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁদের চোখ গামছা দিয়ে বেঁধে রাখা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ২ হাজার ৭০০ টাকা এবং ক্রয় করা যন্ত্রাংশ লুট করে নেয় দুর্বৃত্তরা।
র্যাব জানায়, ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিরা তাদের ঘিরে ফেললে মাইক্রোবাসের চারপাশ ভাঙচুর এবং দুজনকে মারধর করে। পরে র্যাব পাঁচজনকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে র্যাবের চারটি জ্যাকেট, তিনটি র্যাবের ক্যাপ, একটি রেইনকোট, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকিসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদার (২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) ও স্বপন খান (৪৫)।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও তাঁর ভাই বিশ্বনাথ আধ্য (৫৭) ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির ডাইস কিনে গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র্যাব পরিচয়ে বাসটি থামায়। এরপর র্যাবের কটি পরিহিত ৩-৪ জন বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁদের চোখ গামছা দিয়ে বেঁধে রাখা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ২ হাজার ৭০০ টাকা এবং ক্রয় করা যন্ত্রাংশ লুট করে নেয় দুর্বৃত্তরা।
র্যাব জানায়, ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিরা তাদের ঘিরে ফেললে মাইক্রোবাসের চারপাশ ভাঙচুর এবং দুজনকে মারধর করে। পরে র্যাব পাঁচজনকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে র্যাবের চারটি জ্যাকেট, তিনটি র্যাবের ক্যাপ, একটি রেইনকোট, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকিসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
১২ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে