Ajker Patrika

রাজধানীর খিলক্ষেতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৩: ০৭
রাজধানীর খিলক্ষেতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে খিলক্ষেতের মাস্তুলে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতেরা হলেন—সজীব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। আহত হয়েছে দ্বীন মোহাম্মদ (৩৫)। 

সজীব হোসেন বংশাল নবাব কাটারা এলাকায় থাকতেন। বাবার নাম নবাব মিয়া। মৃত রোমানের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। 

আহত দ্বীন মোহাম্মদ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন বলে জানা গেছে। 

পুলিশ বলছে, ঘটনাস্থলে মারা যান রোমান। সজীব ও দ্বীন মোহাম্মদকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায় খিলক্ষেত থানার পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, ভোরে মোটরসাইকেলযোগে তিনজন পূর্বাচল থেকে ঢাকা যাচ্ছিলেন। খিলক্ষেত ৩০০ ফিট মাস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোমান নামে একজন মারা যান। 

তিনি আরও জানান, আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত