নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও সকালের দিকে খুব বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে। ভোট শুরু হওয়ার পর ঘণ্টাখানেক সময় পেরিয়ে গেলেও ভোটারের খুব বেশি উপস্থিতি ছিল না। তবে কোনো ধরনের সহিংসতাও চোখে পড়েনি ভোটকেন্দ্রের আশপাশে।
ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র রাজধানীর সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি দেখা গেছে। অধিকাংশ ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। অধিকাংশ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের লোকজনকে দেখা গেছে।
সকাল ৯টা ১৫ মিনিটের দিকে হাবিবুল্লাহ বাহার কলেজে কমনওয়েলথের প্রতিনিধি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন। এই ভোটকেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই কেন্দ্রের পর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশ শিশু একাডেমি, সেগুনবাগিচা সাউথ উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

সকাল ৮টায় শুরু হয়ে ঘণ্টা পার হয়ে গেলেও ঢাক-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব একটা ছিল না। এই আসনের একটি কেন্দ্র খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ। এখানে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। আজ সকাল সাড়ে ৮টায় ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আছে। এই কেন্দ্রে তিনজন প্রার্থীর এজেন্ট আছে। আশা করি সব প্রার্থীর এজেন্ট আসবে। আমাদের প্রত্যাশা, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হবে না। ভোটাররা নিজ পছন্দমতো ভোট দিতে পারবে।’
সরেজমিনে দেখা গেছে, এক ঘণ্টা পার হলেও ভোটার উপস্থিতি অনেক কম। খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পাঁচটি বুথে ২ হাজার ৪৭০ ভোটার। এর মধ্যে ১ নম্বর বুথে ৫০৫ জন ভোটার। আধা ঘণ্টায় পাঁচজন ভোট দিয়েছেন। ২ নম্বর বুথে ভোটার ৫০২ জন। ভোট দিয়েছেন চারজন। ৩ নম্বর বুথে ৫০০ জনের মধ্যে ৮টি ভোট পড়েছে। ৪ নম্বর বুথে ১০ জন ভোটার বুথে আর ১১ জন ভোট দিয়েছেন। ৫ নম্বর বুথে ৪৫৮ জনের মধ্যে ১২ জন ভোটার ভোট দিয়েছেন।

হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৭৬ জন। সবাই মহিলা। বুথের সংখ্যা ৮। সকাল ৯টার একটু পর পর্যন্ত ৫০ জনের মতো ভোটারের ভোট কাস্ট হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা জাহিদ হোসেন শিপলু। তবে কেন্দ্রে গিয়ে ভোটারদের লাইন দেখা যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও সকালের দিকে খুব বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে। ভোট শুরু হওয়ার পর ঘণ্টাখানেক সময় পেরিয়ে গেলেও ভোটারের খুব বেশি উপস্থিতি ছিল না। তবে কোনো ধরনের সহিংসতাও চোখে পড়েনি ভোটকেন্দ্রের আশপাশে।
ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র রাজধানীর সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি দেখা গেছে। অধিকাংশ ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। অধিকাংশ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের লোকজনকে দেখা গেছে।
সকাল ৯টা ১৫ মিনিটের দিকে হাবিবুল্লাহ বাহার কলেজে কমনওয়েলথের প্রতিনিধি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন। এই ভোটকেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই কেন্দ্রের পর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশ শিশু একাডেমি, সেগুনবাগিচা সাউথ উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

সকাল ৮টায় শুরু হয়ে ঘণ্টা পার হয়ে গেলেও ঢাক-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব একটা ছিল না। এই আসনের একটি কেন্দ্র খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ। এখানে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। আজ সকাল সাড়ে ৮টায় ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আছে। এই কেন্দ্রে তিনজন প্রার্থীর এজেন্ট আছে। আশা করি সব প্রার্থীর এজেন্ট আসবে। আমাদের প্রত্যাশা, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হবে না। ভোটাররা নিজ পছন্দমতো ভোট দিতে পারবে।’
সরেজমিনে দেখা গেছে, এক ঘণ্টা পার হলেও ভোটার উপস্থিতি অনেক কম। খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পাঁচটি বুথে ২ হাজার ৪৭০ ভোটার। এর মধ্যে ১ নম্বর বুথে ৫০৫ জন ভোটার। আধা ঘণ্টায় পাঁচজন ভোট দিয়েছেন। ২ নম্বর বুথে ভোটার ৫০২ জন। ভোট দিয়েছেন চারজন। ৩ নম্বর বুথে ৫০০ জনের মধ্যে ৮টি ভোট পড়েছে। ৪ নম্বর বুথে ১০ জন ভোটার বুথে আর ১১ জন ভোট দিয়েছেন। ৫ নম্বর বুথে ৪৫৮ জনের মধ্যে ১২ জন ভোটার ভোট দিয়েছেন।

হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৭৬ জন। সবাই মহিলা। বুথের সংখ্যা ৮। সকাল ৯টার একটু পর পর্যন্ত ৫০ জনের মতো ভোটারের ভোট কাস্ট হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা জাহিদ হোসেন শিপলু। তবে কেন্দ্রে গিয়ে ভোটারদের লাইন দেখা যায়নি।

ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে