ঢাবি প্রতিনিধি

‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠার ৩৮ বছরে পদার্পণ করল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে টিএসসি প্রাঙ্গণে একটি র্যালি বের করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মামুন তুষার। উপস্থিত ছিলেন টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর প্রমুখ।
উদ্বোধনকালে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘নিঃসন্দেহে বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাংবাদিকতা পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি পথিকৃৎ প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যখন এ ধরনের সংগঠন নির্ভীক ও বস্তুনিষ্ঠভাবে কাজ করে, তখন সেটির গুরুত্ব অশেষ। নানা ধরনের অসংগতি, বিচ্যুতি ও অসামঞ্জস্যতার প্রতি সাংবাদিকদের সব সময়ই সুতীক্ষ্ণ দৃষ্টি থাকে। তারা যেসব লেখনী প্রকাশ করে, সেটি পলিসি গ্রহণে গুরুত্ব রাখে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কাজটি করি।’
উপাচার্য আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পেশাদারিত্বের সঙ্গে তার যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করব তাদের এই ধারা যেন অক্ষুণ্ন থাকে। আজকের এই সুন্দর দিনে সাংবাদিক সমিতির সব সদস্যকে অভিনন্দন জানাই।’
এদিকে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিক সমিতির সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচে শিক্ষকেরা ৭-০ গোলে জয়ী হন। ৩ গোল দিয়ে হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ ছিনিয়ে নেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নিজামুল হক ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, সিনেট সদস্য অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর ১৩ জন সাংবাদিককে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে।

‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠার ৩৮ বছরে পদার্পণ করল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে টিএসসি প্রাঙ্গণে একটি র্যালি বের করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মামুন তুষার। উপস্থিত ছিলেন টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর প্রমুখ।
উদ্বোধনকালে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘নিঃসন্দেহে বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাংবাদিকতা পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি পথিকৃৎ প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যখন এ ধরনের সংগঠন নির্ভীক ও বস্তুনিষ্ঠভাবে কাজ করে, তখন সেটির গুরুত্ব অশেষ। নানা ধরনের অসংগতি, বিচ্যুতি ও অসামঞ্জস্যতার প্রতি সাংবাদিকদের সব সময়ই সুতীক্ষ্ণ দৃষ্টি থাকে। তারা যেসব লেখনী প্রকাশ করে, সেটি পলিসি গ্রহণে গুরুত্ব রাখে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কাজটি করি।’
উপাচার্য আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পেশাদারিত্বের সঙ্গে তার যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করব তাদের এই ধারা যেন অক্ষুণ্ন থাকে। আজকের এই সুন্দর দিনে সাংবাদিক সমিতির সব সদস্যকে অভিনন্দন জানাই।’
এদিকে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিক সমিতির সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচে শিক্ষকেরা ৭-০ গোলে জয়ী হন। ৩ গোল দিয়ে হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ ছিনিয়ে নেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নিজামুল হক ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, সিনেট সদস্য অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর ১৩ জন সাংবাদিককে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে