Ajker Patrika

মতিঝিলে গুলি ছুড়ে অপহরণকারীদের গাড়িকে ব্যবসায়ীর ধাওয়া, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২৪, ২২: ০৮
মতিঝিলে গুলি ছুড়ে অপহরণকারীদের গাড়িকে ব্যবসায়ীর ধাওয়া, আটক ৪

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন প্রতিপক্ষ। এ সময় আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালিয়ে গাড়িটির পেছনে ধাওয়া করে করেন মো. রাজু নামের ওই ভুক্তভোগী। কিন্তু এ ঘটনায় কে দোষী আর কে অভিযুক্ত—সে বিষয়ে আগেই মুখ খুলতে নারাজ পুলিশ। 

তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের চেষ্টায় অংশ নেওয়া গাড়িসহ চারজনকে আটক করেছে মতিঝিল থানা-পুলিশ। 

আজ রোববার দুপুরে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা ছিল। 

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িতে থাকা অপহরণের চেষ্টাকারী সবাইকে (চারজন) আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে।’ 

পুলিশ সূত্র জানায়, দুপুরে মতিঝিল গোল চত্বরের দক্ষিণ পাশে ফার্নিচার গলিতে একটি দোকানের সামনে এসে থামে একটি সাদা গাড়ি। গাড়ি থেকে কয়েকজন নেমে সেখানে দাঁড়িয়ে থাকা রাজুকে মারধর করে। পরে জোর গাড়িতে তোলার চেষ্টা করলে রাজু নিজের কাছে থাকে অস্ত্র উঁচু করে ফাঁকা গুলি ছোড়ে। তখন তাঁকে ছেড়ে দিয়ে তাড়াহুড়া করে গাড়িতে উঠে চলে যান অপহরণকারীরা। সে সময় গাড়ির পেছনে পেছনে অস্ত্র উঁচু করে দৌড়াতে থাকেন রাজু। 

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটির লাইসেন্স করা। তাঁদের সবাইকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত