নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয় বরং যা শিখব, তার প্রয়োগও শিখতে হবে, তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের মূল হাতিয়ার। চতুর্থ শিল্পবিপ্লবের যে চ্যালঞ্জগুলো আছে, সেগুলো মোকাবিলায় আমাদের প্রস্তুত হতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থী দুদিক থেকেই আমাদের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। তারা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, বরং যা শিখব তার প্রয়োগও শিখতে হবে। তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বলছি চতুর্থ শিল্পবিপ্লব দরজায় কড়া নাড়ছে। আসলে কড়া নাড়ছে না, দরজা ভেঙে ভেতরে আসার মতো অবস্থা। সেখানে আমরা প্রস্তুত কি না। আমরা তো আসলেই সেভাবে প্রস্তুত নই এখনো। আর এই প্রস্তুতি নিতেও হাতিয়ার শিক্ষা।’
এ সময় তিনি শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে, সে জন্য ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
এনসিটিভির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয় বরং যা শিখব, তার প্রয়োগও শিখতে হবে, তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের মূল হাতিয়ার। চতুর্থ শিল্পবিপ্লবের যে চ্যালঞ্জগুলো আছে, সেগুলো মোকাবিলায় আমাদের প্রস্তুত হতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থী দুদিক থেকেই আমাদের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। তারা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, বরং যা শিখব তার প্রয়োগও শিখতে হবে। তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বলছি চতুর্থ শিল্পবিপ্লব দরজায় কড়া নাড়ছে। আসলে কড়া নাড়ছে না, দরজা ভেঙে ভেতরে আসার মতো অবস্থা। সেখানে আমরা প্রস্তুত কি না। আমরা তো আসলেই সেভাবে প্রস্তুত নই এখনো। আর এই প্রস্তুতি নিতেও হাতিয়ার শিক্ষা।’
এ সময় তিনি শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে, সে জন্য ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
এনসিটিভির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে