নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আবার গ্রেপ্তার করা হয়েছে শামীম মাহফুজকে (৪৮)। নারায়ণগঞ্জ থেকে গতকাল সোমবার সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কাছে হস্তান্তর করা হয়।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা শামীম মাহফুজকে এ নিয়ে চতুর্থ দফা গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল আজ মঙ্গলবার সন্ধ্যায় জানান, এটিইউর করা এক মামলায় র্যাব গতকাল শামীমকে গ্রেপ্তার করে। তাঁকে ঢাকার সাভার মডেল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২ জুলাই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি দোকান থেকে ফয়সাল নামের একজনকে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে এটিইউ। পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৫ জুলাই ফয়সালসহ ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সাভার মডেল থানায় মামলা করেন এটিইউর গোয়েন্দা শাখার পরিদর্শক আব্দুল মান্নান। মামলার অন্য আসামিরা হলেন আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মো. সানাফ হাসান।
পুলিশ বলেছে, ওই মামলার আসামিদের মধ্যে শামীমের নাম না থাকলেও প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
এর আগে সর্বশেষ ২০২৩ সালের জুনে গ্রেপ্তার করা হয়েছিল শামীম মাহফুজকে। তখন পুলিশ দাবি করেছিল, তিনি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা। তখন তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগস্টের পর শামীম জামিনে মুক্তি পেয়েছিলেন।
এটিইউর সূত্র জানায়, টিটিপির হয়ে বাংলাদেশে সদস্য সংগ্রহ, যোগাযোগ রক্ষা ও জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে শামীমকে নজরদারিতে রাখা হয়েছিল।
জঙ্গিসংশ্লিষ্টতার সন্দেহে গত মাসে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা চলছে।

জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আবার গ্রেপ্তার করা হয়েছে শামীম মাহফুজকে (৪৮)। নারায়ণগঞ্জ থেকে গতকাল সোমবার সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কাছে হস্তান্তর করা হয়।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা শামীম মাহফুজকে এ নিয়ে চতুর্থ দফা গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল আজ মঙ্গলবার সন্ধ্যায় জানান, এটিইউর করা এক মামলায় র্যাব গতকাল শামীমকে গ্রেপ্তার করে। তাঁকে ঢাকার সাভার মডেল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২ জুলাই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি দোকান থেকে ফয়সাল নামের একজনকে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে এটিইউ। পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৫ জুলাই ফয়সালসহ ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সাভার মডেল থানায় মামলা করেন এটিইউর গোয়েন্দা শাখার পরিদর্শক আব্দুল মান্নান। মামলার অন্য আসামিরা হলেন আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মো. সানাফ হাসান।
পুলিশ বলেছে, ওই মামলার আসামিদের মধ্যে শামীমের নাম না থাকলেও প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
এর আগে সর্বশেষ ২০২৩ সালের জুনে গ্রেপ্তার করা হয়েছিল শামীম মাহফুজকে। তখন পুলিশ দাবি করেছিল, তিনি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা। তখন তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগস্টের পর শামীম জামিনে মুক্তি পেয়েছিলেন।
এটিইউর সূত্র জানায়, টিটিপির হয়ে বাংলাদেশে সদস্য সংগ্রহ, যোগাযোগ রক্ষা ও জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে শামীমকে নজরদারিতে রাখা হয়েছিল।
জঙ্গিসংশ্লিষ্টতার সন্দেহে গত মাসে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা চলছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে