নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে এক রাতে বিএনপির অন্তত ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টা থেকে আজ সোমবার ভোর ৪টা পর্যন্ত শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী আমরা ১২ জনকে গ্রেপ্তার করেছি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা-পুলিশ ও ডিবি পুলিশ এই অভিযান চালিয়েছে। অধিকাংশ নেতা-কর্মী বিভিন্ন রাজনৈতিক মামলায় জামিনে থাকার পরেও তাদের গ্রেপ্তার করে নতুন মামলায় জড়িয়ে দিয়েছে।‘
তিনি আরও বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে এখন পর্যন্ত নতুন করে অন্তত ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ধারাবাহিক গ্রেপ্তার করে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। ১০ ডিসেম্বরের মতো ধরপাকড় করেও এই সরকার সমাবেশ বানচাল করতে পারবে না।’
জেলা বিএনপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, সদর থানা বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, নাসিকের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেন, একই ওয়ার্ডের কর্মী সোহেল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিক।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. খোরশেদ মোল্লা, সহসভাপতি অ্যাড. সিদ্দিক, সদস্য সামসুল হক, জেলা শ্রমিক দল নেতা কামাল হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সদস্য হুমায়ুন ও রূপগঞ্জ থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী ।

নারায়ণগঞ্জে এক রাতে বিএনপির অন্তত ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টা থেকে আজ সোমবার ভোর ৪টা পর্যন্ত শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী আমরা ১২ জনকে গ্রেপ্তার করেছি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা-পুলিশ ও ডিবি পুলিশ এই অভিযান চালিয়েছে। অধিকাংশ নেতা-কর্মী বিভিন্ন রাজনৈতিক মামলায় জামিনে থাকার পরেও তাদের গ্রেপ্তার করে নতুন মামলায় জড়িয়ে দিয়েছে।‘
তিনি আরও বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে এখন পর্যন্ত নতুন করে অন্তত ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ধারাবাহিক গ্রেপ্তার করে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। ১০ ডিসেম্বরের মতো ধরপাকড় করেও এই সরকার সমাবেশ বানচাল করতে পারবে না।’
জেলা বিএনপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, সদর থানা বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, নাসিকের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেন, একই ওয়ার্ডের কর্মী সোহেল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিক।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. খোরশেদ মোল্লা, সহসভাপতি অ্যাড. সিদ্দিক, সদস্য সামসুল হক, জেলা শ্রমিক দল নেতা কামাল হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সদস্য হুমায়ুন ও রূপগঞ্জ থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৭ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
৩৩ মিনিট আগে
সংঘর্ষের সময় একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৩৬ মিনিট আগে
চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৩ ঘণ্টা আগে