Ajker Patrika

শ্রীপুরে গেটম্যানের সিগনালে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা, চলাচল বন্ধ

শ্রীপুরে গেটম্যানের সিগনালে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা, চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের অদূরে রেলক্রসিং আটকা পড়ে পণ্যবাহী ট্রাক। এদিকে ময়মনসিংহ থেকে আসছিল মহুয়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেন। দুর্ঘটনার সম্ভাবনা দেখে রেল লাইনের ওপর লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে যান গেটম্যান। ফলে ট্রেনটি থামানোয় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন ও সেখানে থাকা অনেক যাত্রী।

এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেন, অগ্নিবীণা ও ভাওয়াল এক্সপ্রেস ট্রেন তিনটি আটকা পড়েছে। এখনো পর্যন্ত বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে তিনটি ট্রেনে থাকা শত শত যাত্রী পড়েছেন ভোগান্তি। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের অদূরে শ্রীপুর টু বরমী আঞ্চলিক সড়কের ঘুন্টিঘর এলাকায় রেলওয়ে ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

ট্রাকের পেছনের চাকা সড়কের ওপর দেবে যাওয়ার কিছুক্ষণ পর ট্রেন আসেপ্রত্যক্ষদর্শী জোবায়ের হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে ভারী মালামাল নিয়ে বরমীগামী ট্রাক রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রাকের পেছনের দুটি চাকা সড়কের ওপর দেবে যায়। এতে মালবাহী ট্রাকটি কাত হয়ে পড়ে রেল লাইনের ওপর পড়ে। রাত সাড়ে ৯টার দিক ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আসতে থাকে। নিশ্চিত দুর্ঘটনা আঁচ করতে পরে ওই রেল ক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যান প্রাণপণ চেষ্টা করে লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামাতে সক্ষম হন। এতে ট্রেন এবং যাত্রীরা নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। 

ঢাকা ময়মনসিংহ রেল সড়কের ৩৩২ /৪-৫ কি. মি এর ঘুন্টিঘর রেল ক্রসিংয়ের গেটম্যান মিনহাজ উদ্দিন জানান, ট্রাকটি রেল ক্রসিংয়ের পাশে দেবে যায়। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আসছিল। দুর্ঘটনা সম্ভাবনা দেখে জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে লাল পতাকা হাতে রেল লাইনের ওপর দাঁড়িয়ে চালককে ট্রেন থামাতে সংকেত দেন। একপর্যায়ে ট্রেনটি ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়। 

পেছনের চাকা রাস্তায় আর ট্রাকের সামনের দিকটা লাইনের ওপর ছিল। ফলে ট্রেন আটকে না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা ছিলশ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইফুর রহমান জানান, ট্রাক দুর্ঘটনার ফলে ঘটনাস্থল গাড়ারণ গ্রামে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস, কাওরাইদ কাওরাইদ রেলওয়ে স্টেশনে অগ্নিবীণা এবং ময়মনসিংহগামী ভাওয়াল ট্রেন আটকা পড়েছে। ট্রাকটি উদ্ধার করতে স্থানীয়ভাবে চেষ্টা চলছে। এতে ব্যর্থ হলে ঢাকা থেকে উদ্ধারকারী দল যাবে। বিকল হওয়া ট্রাকটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত