নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবীতে এক বাসায় পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গতকাল শনিবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন শিউলি বেগম ওরফে লাকী (৪৬) ও মো. নাদিম হোসেন (৩১)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত বছরের ৬ অক্টোবর অভিযুক্ত শিউলি বেগমকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন পল্লবীর বাসিন্দা সাবিহা মাহবুবা। ৮ অক্টোবর সকাল ৭টায় ওই বাসায় কাজে যোগ দেন শিউলি। সকাল ৯টার দিকে সাবিহা মাহবুবা কর্মস্থলে চলে যান। এ সময় বাসায় তাঁর স্বামী, ছেলে এবং মা ছিলেন। রাত ৮টায় সাবিহা বাসায় ফিরে দেখেন, তাঁর মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। সাবিহার মা জানান, গৃহকর্মী শিউলি তাঁকে পেঁপে ভাজি খাওয়ালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ড্রয়ার থেকে ৯ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ সাবিহার।
পরে চলতি বছরের ৩ জানুয়ারি পল্লবী থানায় চুরির মামলা করেন সাবিহা মাহবুবা।
পুলিশ আরও জানায়, মামলার তদন্ত চলাকালে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে শিউলিকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে শিউলি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তাঁর দেখানো মতে, আদাবর থানায় প্রভা জুয়েলার্স নামে একটি দোকান থেকে ৮ ভরি ১ আনা ২.৫ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ সময় দোকানের কারিগর মো. নাদিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, শিউলির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় একই কৌশলে অসংখ্য চুরির ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর পল্লবীতে এক বাসায় পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গতকাল শনিবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন শিউলি বেগম ওরফে লাকী (৪৬) ও মো. নাদিম হোসেন (৩১)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত বছরের ৬ অক্টোবর অভিযুক্ত শিউলি বেগমকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন পল্লবীর বাসিন্দা সাবিহা মাহবুবা। ৮ অক্টোবর সকাল ৭টায় ওই বাসায় কাজে যোগ দেন শিউলি। সকাল ৯টার দিকে সাবিহা মাহবুবা কর্মস্থলে চলে যান। এ সময় বাসায় তাঁর স্বামী, ছেলে এবং মা ছিলেন। রাত ৮টায় সাবিহা বাসায় ফিরে দেখেন, তাঁর মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। সাবিহার মা জানান, গৃহকর্মী শিউলি তাঁকে পেঁপে ভাজি খাওয়ালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ড্রয়ার থেকে ৯ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ সাবিহার।
পরে চলতি বছরের ৩ জানুয়ারি পল্লবী থানায় চুরির মামলা করেন সাবিহা মাহবুবা।
পুলিশ আরও জানায়, মামলার তদন্ত চলাকালে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে শিউলিকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে শিউলি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তাঁর দেখানো মতে, আদাবর থানায় প্রভা জুয়েলার্স নামে একটি দোকান থেকে ৮ ভরি ১ আনা ২.৫ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ সময় দোকানের কারিগর মো. নাদিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, শিউলির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় একই কৌশলে অসংখ্য চুরির ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
১ ঘণ্টা আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে