ঢামেক প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে দুপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তিদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে হাসপাতালে যান তিনি।
এদিন দুপুরে ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবিতে আন্দোলন চলাকালে ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনা ভিডিও করতে গেলে এক সাংবাদিককে ছুরি দেখিয়ে হুমকিও দেওয়া হয়।
ঢামেক হাসপাতালে আহত ব্যক্তিদের দেখে বেরিয়ে আসার সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘নগর ভবনসহ আশপাশে যে আঞ্চলিক কার্যালয় রয়েছে, তা দীর্ঘদিন ধরে স্থবির হয়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা জনগণের জরুরি সেবা কার্যক্রম পুরোদমে চালু করেছি।
‘এই সেবা চালু করতে গিয়ে আমাদের নানা ধরনের বাধাবিপত্তির মুখে পড়তে হয়। সব বাধা অতিক্রম করে গত দুদিন ধরে সেবা কার্যক্রম চলছে। জনগণ খুশিমনে সেবা নিচ্ছিল। কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ, তাদের এটা ভালো লাগেনি।’
ইশরাক বলেন, ‘আজ দুপুরে স্বৈরাচারের দোসরেরা নগর ভবনে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আসে। তারা আমার নামে স্লোগান দিয়ে আমার হয়ে এত দিন যারা আন্দোলন করেছে, তাদের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। এর মধ্যে তিনজন মুমূর্ষু অবস্থায় রয়েছে। ৮-১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
‘এই হামলা করে তারা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে। প্রথমত, তারা বিএনপির নামে ও আমার নামে স্লোগান দিয়ে হামলা করে। তারা জনগণকে দেখানোর চেষ্টা করে, এটা বিএনপির দুগ্রপের সংঘর্ষ। দ্বিতীয়ত, জনগণের সেবায় বিঘ্ন ঘটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে বিএনপির ওপর এর দায় চাপিয়ে দিতে চেয়েছিল তারা।’
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান ইশরাক।
হামলায় নেতৃত্বদানকারীদের সম্পর্কে ইশরাক বলেন, ‘গোলাম কিবরিয়া রুবেল নামে নগর ভবনের এক কর্মকর্তা ও আরিফুজ্জামান প্রিন্স নামে এক কর্মচারী হামলার নেতৃত্বে ছিল। এই দুজন এরই মধ্যে স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত। তারা সাবেক মেয়র সাঈদ খোকনের সময়, শেখ ফজলে নূর তাপসের সময় সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছে। বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টার গাড়িতে করে চলাফেরা করতে এই রুবেল। নগর ভবনে দুর্নীতি, টেন্ডারবাজি করত।’
গোলাম কিবরিয়া রুবেল ও আরিফুজ্জামান প্রিন্সকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে তাঁদের যোগসাজশ বেরিয়ে আসবে বলে মনে করেন বিএনপির এই নেতা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে দুপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তিদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে হাসপাতালে যান তিনি।
এদিন দুপুরে ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবিতে আন্দোলন চলাকালে ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনা ভিডিও করতে গেলে এক সাংবাদিককে ছুরি দেখিয়ে হুমকিও দেওয়া হয়।
ঢামেক হাসপাতালে আহত ব্যক্তিদের দেখে বেরিয়ে আসার সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘নগর ভবনসহ আশপাশে যে আঞ্চলিক কার্যালয় রয়েছে, তা দীর্ঘদিন ধরে স্থবির হয়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা জনগণের জরুরি সেবা কার্যক্রম পুরোদমে চালু করেছি।
‘এই সেবা চালু করতে গিয়ে আমাদের নানা ধরনের বাধাবিপত্তির মুখে পড়তে হয়। সব বাধা অতিক্রম করে গত দুদিন ধরে সেবা কার্যক্রম চলছে। জনগণ খুশিমনে সেবা নিচ্ছিল। কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ, তাদের এটা ভালো লাগেনি।’
ইশরাক বলেন, ‘আজ দুপুরে স্বৈরাচারের দোসরেরা নগর ভবনে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আসে। তারা আমার নামে স্লোগান দিয়ে আমার হয়ে এত দিন যারা আন্দোলন করেছে, তাদের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। এর মধ্যে তিনজন মুমূর্ষু অবস্থায় রয়েছে। ৮-১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
‘এই হামলা করে তারা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে। প্রথমত, তারা বিএনপির নামে ও আমার নামে স্লোগান দিয়ে হামলা করে। তারা জনগণকে দেখানোর চেষ্টা করে, এটা বিএনপির দুগ্রপের সংঘর্ষ। দ্বিতীয়ত, জনগণের সেবায় বিঘ্ন ঘটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে বিএনপির ওপর এর দায় চাপিয়ে দিতে চেয়েছিল তারা।’
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান ইশরাক।
হামলায় নেতৃত্বদানকারীদের সম্পর্কে ইশরাক বলেন, ‘গোলাম কিবরিয়া রুবেল নামে নগর ভবনের এক কর্মকর্তা ও আরিফুজ্জামান প্রিন্স নামে এক কর্মচারী হামলার নেতৃত্বে ছিল। এই দুজন এরই মধ্যে স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত। তারা সাবেক মেয়র সাঈদ খোকনের সময়, শেখ ফজলে নূর তাপসের সময় সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছে। বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টার গাড়িতে করে চলাফেরা করতে এই রুবেল। নগর ভবনে দুর্নীতি, টেন্ডারবাজি করত।’
গোলাম কিবরিয়া রুবেল ও আরিফুজ্জামান প্রিন্সকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে তাঁদের যোগসাজশ বেরিয়ে আসবে বলে মনে করেন বিএনপির এই নেতা।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৬ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
২০ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে