ঢামেক প্রতিনিধি, ঢাকা

অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে বাসায় ফিরতে পারলেন না স্কুলশিক্ষক আব্দুল মালেক (৫২)। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এর সামনে রাস্তা পার হতে গিয়ে দুই বাসের চাপায় আহত হন তিনি। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান তিনি। আব্দুল মালেক ডেমরা ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
ওই শিক্ষকের স্ত্রী ফরিদা আক্তার জানায়, তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়। শিক্ষক আব্দুল মালেকের বাবার নাম মৃত আব্দুস সালাম তালুকদার। তিনি ডেমরার ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি পরিবার নিয়ে ডেমরা সারুলিয়া এলাকায় থাকতেন। ফরিদা আক্তার নিজেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
ফরিদা আক্তার জানান, ঘরে তাঁর অসুস্থ মা। দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার সময় অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে আসার কথা ছিল। ওষুধও কিনেছিলেন তিনি। কিন্তু ভুল করে স্টাফ কোয়ার্টারের উল্টো পাশের দোকানে ওষুধ ফেলে আসেন। ওষুধ আনতে আবারও সিএনজি করে স্টাফ কোয়ার্টারের সামনে আসেন। সিএনজি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের পেছন দিক দিয়ে যাওয়ার সময় আরেকটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
একই স্কুলের শিক্ষক হযরত আলী জানান, আব্দুল মালেক খুবই শান্ত প্রকৃতির ছিলেন। ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। করোনার সময় খুবই যত্ন সহকারে অনলাইনে ছাত্রদের ক্লাস করিয়েছেন। আজ ছুটির পর এক সঙ্গেই স্কুল থেকে বের হয়েছি। পরে জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, দুই বাসের মাঝখান দিয়ে রাস্তা পার হওয়ার সময় চাপা পড়ে ওই ব্যক্তি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অছিম পরিবহনের ওই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে বাসায় ফিরতে পারলেন না স্কুলশিক্ষক আব্দুল মালেক (৫২)। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এর সামনে রাস্তা পার হতে গিয়ে দুই বাসের চাপায় আহত হন তিনি। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান তিনি। আব্দুল মালেক ডেমরা ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
ওই শিক্ষকের স্ত্রী ফরিদা আক্তার জানায়, তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়। শিক্ষক আব্দুল মালেকের বাবার নাম মৃত আব্দুস সালাম তালুকদার। তিনি ডেমরার ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি পরিবার নিয়ে ডেমরা সারুলিয়া এলাকায় থাকতেন। ফরিদা আক্তার নিজেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
ফরিদা আক্তার জানান, ঘরে তাঁর অসুস্থ মা। দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার সময় অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে আসার কথা ছিল। ওষুধও কিনেছিলেন তিনি। কিন্তু ভুল করে স্টাফ কোয়ার্টারের উল্টো পাশের দোকানে ওষুধ ফেলে আসেন। ওষুধ আনতে আবারও সিএনজি করে স্টাফ কোয়ার্টারের সামনে আসেন। সিএনজি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের পেছন দিক দিয়ে যাওয়ার সময় আরেকটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
একই স্কুলের শিক্ষক হযরত আলী জানান, আব্দুল মালেক খুবই শান্ত প্রকৃতির ছিলেন। ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। করোনার সময় খুবই যত্ন সহকারে অনলাইনে ছাত্রদের ক্লাস করিয়েছেন। আজ ছুটির পর এক সঙ্গেই স্কুল থেকে বের হয়েছি। পরে জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, দুই বাসের মাঝখান দিয়ে রাস্তা পার হওয়ার সময় চাপা পড়ে ওই ব্যক্তি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অছিম পরিবহনের ওই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৪ ঘণ্টা আগে