ঢাবি প্রতিনিধি

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর এবং বাসে দুর্ব্যবহার বন্ধের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ করছে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে এবং পরে তারা সড়ক অবরোধ করে।
এ সময় অবিলম্বে হাফ ভাড়া কার্যকর করতে এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাজে ব্যবহার বন্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া বেশ কয়েকটি গাড়িও আটক করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি ছিল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু হাফ ভাড়া না নিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকেরা। এতে করে সমস্যায় পড়তে হয় এয়ারপোর্ট, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ী, খিলগাঁওসহ আশপাশ থেকে কলেজে আসা শিক্ষার্থীদের। তাই এসব শিক্ষার্থীর দাবি, যেন অবিলম্বে হাফ ভাড়া নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই পরিবহন শ্রমিকেরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করে।
ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম ইকবাল বলেন, ‘কলেজের সামনে দিয়ে যাতায়াত করা গাজীপুর-এয়ারপোর্টগামী বিকাশ, ভিআইপি-২৭, মিরপুরগামী মিরপুর লিংক, মিরপুর মেট্রোসহ বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। তারা হাফ ভাড়া নিতে চায় না। আমাদের সুস্পষ্ট দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে।’
তবে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকেরা। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সঞ্জয় বিশ্বাসসহ সিনিয়র শিক্ষকেরা। তবে শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় রয়েছে।

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর এবং বাসে দুর্ব্যবহার বন্ধের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ করছে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে এবং পরে তারা সড়ক অবরোধ করে।
এ সময় অবিলম্বে হাফ ভাড়া কার্যকর করতে এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাজে ব্যবহার বন্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া বেশ কয়েকটি গাড়িও আটক করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি ছিল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু হাফ ভাড়া না নিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকেরা। এতে করে সমস্যায় পড়তে হয় এয়ারপোর্ট, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ী, খিলগাঁওসহ আশপাশ থেকে কলেজে আসা শিক্ষার্থীদের। তাই এসব শিক্ষার্থীর দাবি, যেন অবিলম্বে হাফ ভাড়া নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই পরিবহন শ্রমিকেরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করে।
ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম ইকবাল বলেন, ‘কলেজের সামনে দিয়ে যাতায়াত করা গাজীপুর-এয়ারপোর্টগামী বিকাশ, ভিআইপি-২৭, মিরপুরগামী মিরপুর লিংক, মিরপুর মেট্রোসহ বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। তারা হাফ ভাড়া নিতে চায় না। আমাদের সুস্পষ্ট দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে।’
তবে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকেরা। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সঞ্জয় বিশ্বাসসহ সিনিয়র শিক্ষকেরা। তবে শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় রয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৩ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে