নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন তাঁরা।
যাঁরা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. রেজওয়ানুল হক, ওয়ান ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ মাহমুদ সবুজ, ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. শওকত আলী খান এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান।
আজ বিচারক মো. আছাদুজ্জামান তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। এ সপ্তাহের প্রতিদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মাইনউদ্দিন চিশতিয়াও সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে গিয়েছিলেন। তবে তাঁর সাক্ষ্য গ্রহণ হয়নি। কাল বুধবার তাঁর সাক্ষ্য নেওয়া হবে।
আদালত সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তারা জোবাইদার ব্যাংকে টাকা আমানত রাখার বিষয়ে সাক্ষ্য দেন। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান আদালতকে বসুন্ধরা আবাসিক এলাকায় তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং গিয়াস উদ্দিন আল মামুনের মেয়ে সাবিহা মিম মামুনের নামে দুটি প্লট কেনার বিষয়ে সাক্ষ্য দেন।
তারেক ও জোবাইদা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না। গত কয়েক দিনে এ মামলায় মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো।
গত ২১ মে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ড. মো. জহিরুল হুদা সাক্ষ্য দেন। এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন তাঁরা।
যাঁরা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. রেজওয়ানুল হক, ওয়ান ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ মাহমুদ সবুজ, ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. শওকত আলী খান এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান।
আজ বিচারক মো. আছাদুজ্জামান তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। এ সপ্তাহের প্রতিদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মাইনউদ্দিন চিশতিয়াও সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে গিয়েছিলেন। তবে তাঁর সাক্ষ্য গ্রহণ হয়নি। কাল বুধবার তাঁর সাক্ষ্য নেওয়া হবে।
আদালত সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তারা জোবাইদার ব্যাংকে টাকা আমানত রাখার বিষয়ে সাক্ষ্য দেন। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান আদালতকে বসুন্ধরা আবাসিক এলাকায় তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং গিয়াস উদ্দিন আল মামুনের মেয়ে সাবিহা মিম মামুনের নামে দুটি প্লট কেনার বিষয়ে সাক্ষ্য দেন।
তারেক ও জোবাইদা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না। গত কয়েক দিনে এ মামলায় মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো।
গত ২১ মে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ড. মো. জহিরুল হুদা সাক্ষ্য দেন। এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
২৯ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪২ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে