কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা মাওয়া মহাসড়কে লেন পরিবর্তনের সময় প্রিজনভ্যানে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ওই প্রিজনভ্যানে থাকা ১৭ জন কয়েদিসহ দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও কারাসূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় প্রিজন ভ্যানে ৩৭ জন কয়েদি ছিলেন। সন্ধ্যার দিকে আদালত থেকে বন্দীদের নিয়ে প্রিজনভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে কারাগারে ঢোকার জন্য লেন পরিবর্তনের সময় পেছন দিক থেকে সিরাজদিখান পরিবহনের একটি বাস প্রিজন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৫ আসামি ও ২ পুলিশ সদস্য আহত হন। আহত ৫ বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর পুলিশের দুই সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি ৫ বন্দীরা হলেন-মুরাদ (৩৯), মুন্না (২৫), শ্রী অতুল চন্দ্র রায় (২৪), মো. আতিকুর রহমান (২২) ও রকিব উদ্দিন রুমি (৪২)। বাকি ১২ জনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অন্য কয়েদিরা সুস্থ আছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘বাসের ধাক্কায় প্রিজনভ্যানে থাকা কিছু কয়েদি আহত হয়েছেন। আহত ৫ কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বাকি ১২ জনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েদিরা কারা হেফাজতে রয়েছে।’

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা মাওয়া মহাসড়কে লেন পরিবর্তনের সময় প্রিজনভ্যানে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ওই প্রিজনভ্যানে থাকা ১৭ জন কয়েদিসহ দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও কারাসূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় প্রিজন ভ্যানে ৩৭ জন কয়েদি ছিলেন। সন্ধ্যার দিকে আদালত থেকে বন্দীদের নিয়ে প্রিজনভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে কারাগারে ঢোকার জন্য লেন পরিবর্তনের সময় পেছন দিক থেকে সিরাজদিখান পরিবহনের একটি বাস প্রিজন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৫ আসামি ও ২ পুলিশ সদস্য আহত হন। আহত ৫ বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর পুলিশের দুই সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি ৫ বন্দীরা হলেন-মুরাদ (৩৯), মুন্না (২৫), শ্রী অতুল চন্দ্র রায় (২৪), মো. আতিকুর রহমান (২২) ও রকিব উদ্দিন রুমি (৪২)। বাকি ১২ জনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অন্য কয়েদিরা সুস্থ আছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘বাসের ধাক্কায় প্রিজনভ্যানে থাকা কিছু কয়েদি আহত হয়েছেন। আহত ৫ কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বাকি ১২ জনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েদিরা কারা হেফাজতে রয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে