নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে' রাজধানীর খিলক্ষেতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হল-এনামুল ও রাসেল। এসময় নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনের নামে তারা ডাকাতি করতেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারা।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কাওলা বিশ্বরোড এলাকায় টহল দিচ্ছিলো। রাত সোয়া দুইটার দিকে কাওলা থেকে বিশ্ব রোডের দিকে একটা সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার ইশারা দিলে সেটি দ্রুত ফ্লাইওভারের উপর দিয়ে পূর্বাচলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ ব্রিজের মাঝে থাকা অপর দলকে ওয়ারলেস বার্তা পাঠালে তারা তাদের মাইক্রোবাসকে রাস্তায় আড়াআড়ি দাঁড় করিয়ে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেখে অটোরিকশা থেকে দুইজন সন্ত্রাসী নেমে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে। গুলিতে ডিবি পুলিশের মাইক্রোবাসের বাম দিকের কাঁচ ভেঙে যায়। আক্রান্ত মাইক্রোবাস থেকে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অটোরিকশাটি ফ্লাইওভারের সাথে ধাক্কা লাগে। অটোরিকশা থেকে দুইজনকে আটক করা হয়। আরও দুইজনকে ফ্লাইওভারের উপরে পরে থাকতে দেখা য়ায।
ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, সোমবার দিবাগত সোয়া রাত দুইটার দিকে একটি ছিনতাইকারী দলের সাথে ডিবি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ একটি সবুজ রঙের অটোরিকশাসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুই জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, ধারালো ছুরি, দুইটি টাইগার বাম ও নয়টি মোবাইল উদ্ধার করে।

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে' রাজধানীর খিলক্ষেতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হল-এনামুল ও রাসেল। এসময় নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনের নামে তারা ডাকাতি করতেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারা।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কাওলা বিশ্বরোড এলাকায় টহল দিচ্ছিলো। রাত সোয়া দুইটার দিকে কাওলা থেকে বিশ্ব রোডের দিকে একটা সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার ইশারা দিলে সেটি দ্রুত ফ্লাইওভারের উপর দিয়ে পূর্বাচলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ ব্রিজের মাঝে থাকা অপর দলকে ওয়ারলেস বার্তা পাঠালে তারা তাদের মাইক্রোবাসকে রাস্তায় আড়াআড়ি দাঁড় করিয়ে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেখে অটোরিকশা থেকে দুইজন সন্ত্রাসী নেমে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে। গুলিতে ডিবি পুলিশের মাইক্রোবাসের বাম দিকের কাঁচ ভেঙে যায়। আক্রান্ত মাইক্রোবাস থেকে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অটোরিকশাটি ফ্লাইওভারের সাথে ধাক্কা লাগে। অটোরিকশা থেকে দুইজনকে আটক করা হয়। আরও দুইজনকে ফ্লাইওভারের উপরে পরে থাকতে দেখা য়ায।
ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, সোমবার দিবাগত সোয়া রাত দুইটার দিকে একটি ছিনতাইকারী দলের সাথে ডিবি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ একটি সবুজ রঙের অটোরিকশাসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুই জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, ধারালো ছুরি, দুইটি টাইগার বাম ও নয়টি মোবাইল উদ্ধার করে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে