নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে' রাজধানীর খিলক্ষেতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হল-এনামুল ও রাসেল। এসময় নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনের নামে তারা ডাকাতি করতেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারা।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কাওলা বিশ্বরোড এলাকায় টহল দিচ্ছিলো। রাত সোয়া দুইটার দিকে কাওলা থেকে বিশ্ব রোডের দিকে একটা সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার ইশারা দিলে সেটি দ্রুত ফ্লাইওভারের উপর দিয়ে পূর্বাচলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ ব্রিজের মাঝে থাকা অপর দলকে ওয়ারলেস বার্তা পাঠালে তারা তাদের মাইক্রোবাসকে রাস্তায় আড়াআড়ি দাঁড় করিয়ে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেখে অটোরিকশা থেকে দুইজন সন্ত্রাসী নেমে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে। গুলিতে ডিবি পুলিশের মাইক্রোবাসের বাম দিকের কাঁচ ভেঙে যায়। আক্রান্ত মাইক্রোবাস থেকে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অটোরিকশাটি ফ্লাইওভারের সাথে ধাক্কা লাগে। অটোরিকশা থেকে দুইজনকে আটক করা হয়। আরও দুইজনকে ফ্লাইওভারের উপরে পরে থাকতে দেখা য়ায।
ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, সোমবার দিবাগত সোয়া রাত দুইটার দিকে একটি ছিনতাইকারী দলের সাথে ডিবি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ একটি সবুজ রঙের অটোরিকশাসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুই জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, ধারালো ছুরি, দুইটি টাইগার বাম ও নয়টি মোবাইল উদ্ধার করে।

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে' রাজধানীর খিলক্ষেতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হল-এনামুল ও রাসেল। এসময় নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনের নামে তারা ডাকাতি করতেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারা।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কাওলা বিশ্বরোড এলাকায় টহল দিচ্ছিলো। রাত সোয়া দুইটার দিকে কাওলা থেকে বিশ্ব রোডের দিকে একটা সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার ইশারা দিলে সেটি দ্রুত ফ্লাইওভারের উপর দিয়ে পূর্বাচলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ ব্রিজের মাঝে থাকা অপর দলকে ওয়ারলেস বার্তা পাঠালে তারা তাদের মাইক্রোবাসকে রাস্তায় আড়াআড়ি দাঁড় করিয়ে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেখে অটোরিকশা থেকে দুইজন সন্ত্রাসী নেমে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে। গুলিতে ডিবি পুলিশের মাইক্রোবাসের বাম দিকের কাঁচ ভেঙে যায়। আক্রান্ত মাইক্রোবাস থেকে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অটোরিকশাটি ফ্লাইওভারের সাথে ধাক্কা লাগে। অটোরিকশা থেকে দুইজনকে আটক করা হয়। আরও দুইজনকে ফ্লাইওভারের উপরে পরে থাকতে দেখা য়ায।
ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, সোমবার দিবাগত সোয়া রাত দুইটার দিকে একটি ছিনতাইকারী দলের সাথে ডিবি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ একটি সবুজ রঙের অটোরিকশাসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুই জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, ধারালো ছুরি, দুইটি টাইগার বাম ও নয়টি মোবাইল উদ্ধার করে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
২৪ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
৩৭ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে