মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা হাসপাতাল থেকে ছয় মাস বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে ষষ্ঠ তলার শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।
চুরি যাওয়া আব্দুর রহমান সদর উপজেলার মহিষের চরের পাকা মসজিদ এলাকার সুমন মুন্সি ও সুমি আক্তার দম্পতি সন্তান। হাসপাতাল, পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সুমনের মেজো সন্তান জামিলা আক্তারকে তিন দিন আগে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ দুপুরে মা সুমি হাসপাতালে বসেই বড় সন্তান জান্নাতকে খাওয়াচ্ছিলেন।
এ সময় গোলাপি রঙের বোরকা পরা এক নারী এসে সুমির কোল থেকে ছোট সন্তান আব্দুর রহমানকে নিজের কোলে নেন। তিনি শিশুটিকে আদর করতে করতে একপর্যায়ে হাসপাতালের বারান্দায় যান। পরে মায়ের চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির করে শিশুটিকে না পেয়ে পুলিশে জানানো হয়।
হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরা এক নারী আব্দুর রহমানকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল থেকে চলে যাচ্ছেন।
শিশুটির মা সুমি বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে, বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার সন্তানকে ফেরত এবং ওই অপরাধীর বিচার চাই।’
বাবা সুমন বলেন, ‘আমি কাজে ছিলাম। আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছে—এই খবর পেয়ে হাসপাতালে আসি। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে ফিরে পাইনি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আর এই চক্রের সঙ্গে জড়িতদের বিচার চাই।’
শিশুটির আত্মীয় সাইদুর রহমান খান অভিযোগ করেন, হাসপাতালে নিরাপত্তার অভাব। ফ্লোরের কোথায়ও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। থাকলে অপরাধীকে শনাক্ত করা যেত। শুধু হাসপাতালের নিচতলায় সড়কে একটি ক্যামেরা আছে। সেখানে দেখা যায়, বোরকা পরা এক নারী ইজিবাইকে করে আব্দুর রহমানকে নিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ‘খবর পেয়েছি, হাসপাতাল থেকে এক শিশু চুরি হয়েছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই চক্রে যে বা যারাই জড়িত আছে, সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুর জেলা হাসপাতাল থেকে ছয় মাস বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে ষষ্ঠ তলার শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।
চুরি যাওয়া আব্দুর রহমান সদর উপজেলার মহিষের চরের পাকা মসজিদ এলাকার সুমন মুন্সি ও সুমি আক্তার দম্পতি সন্তান। হাসপাতাল, পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সুমনের মেজো সন্তান জামিলা আক্তারকে তিন দিন আগে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ দুপুরে মা সুমি হাসপাতালে বসেই বড় সন্তান জান্নাতকে খাওয়াচ্ছিলেন।
এ সময় গোলাপি রঙের বোরকা পরা এক নারী এসে সুমির কোল থেকে ছোট সন্তান আব্দুর রহমানকে নিজের কোলে নেন। তিনি শিশুটিকে আদর করতে করতে একপর্যায়ে হাসপাতালের বারান্দায় যান। পরে মায়ের চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির করে শিশুটিকে না পেয়ে পুলিশে জানানো হয়।
হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরা এক নারী আব্দুর রহমানকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল থেকে চলে যাচ্ছেন।
শিশুটির মা সুমি বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে, বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার সন্তানকে ফেরত এবং ওই অপরাধীর বিচার চাই।’
বাবা সুমন বলেন, ‘আমি কাজে ছিলাম। আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছে—এই খবর পেয়ে হাসপাতালে আসি। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে ফিরে পাইনি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আর এই চক্রের সঙ্গে জড়িতদের বিচার চাই।’
শিশুটির আত্মীয় সাইদুর রহমান খান অভিযোগ করেন, হাসপাতালে নিরাপত্তার অভাব। ফ্লোরের কোথায়ও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। থাকলে অপরাধীকে শনাক্ত করা যেত। শুধু হাসপাতালের নিচতলায় সড়কে একটি ক্যামেরা আছে। সেখানে দেখা যায়, বোরকা পরা এক নারী ইজিবাইকে করে আব্দুর রহমানকে নিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ‘খবর পেয়েছি, হাসপাতাল থেকে এক শিশু চুরি হয়েছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই চক্রে যে বা যারাই জড়িত আছে, সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে