নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রিমান্ড আবেদনের ওপর শুনানি আগামীকাল সোমবার।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আলম জানান, গত ১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই সুমিত কুমার সাহা দুই বিএনপি নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য সোমবার তারিখ ধার্য করেন। ওই দিন রিমান্ডের আবেদনের ওপরও শুনানি হবে।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করেন। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে মির্জা ফখরুল গত ২৯ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন। ওই মামলায় তাঁর জামিন আবেদন শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
অন্যদিকে আমীর খসরু গত ৯ নভেম্বর থেকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন।
২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১১ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে এবং ১০ মামলায় আমির খসরুকে আসামি করা হয়েছে। এসব মামলায় দীর্ঘদিন তাঁদের গ্রেপ্তার না দেখানোর কারণে গত ১৩ ডিসেম্বর তাঁদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিনের আবেদন ফিরিয়ে দেন। এর পরদিন এক মামলায় দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পল্টন থানার পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মির্জা ফখরুল ও আমির খসরু এই মামলায় এজাহারনামীয় আসামি। এজাহারনামীয় ও তাদের সহযোগী আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধে দাঙ্গা-হাঙ্গামা করতে বাঁশের লাঠি নিয়ে সজ্জিত হয়ে পুলিশকে আক্রমণ, বলপ্রয়োগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর জখম করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ব্যক্তি ও সম্পত্তির ক্ষতি সাধন করে। উল্লেখিত আসামিরা বিএনপির কেন্দ্রীয় নেতা। তারা ঘটনার দিন নাশকতা ও অরাজক পরিবেশ সৃষ্টির জন্য প্রকাশ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় ও পলাতক আসামিরা নাশকতামূলক কার্যক্রমে অংশ নেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করতে দুজনকে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রিমান্ড আবেদনের ওপর শুনানি আগামীকাল সোমবার।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আলম জানান, গত ১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই সুমিত কুমার সাহা দুই বিএনপি নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য সোমবার তারিখ ধার্য করেন। ওই দিন রিমান্ডের আবেদনের ওপরও শুনানি হবে।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করেন। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে মির্জা ফখরুল গত ২৯ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন। ওই মামলায় তাঁর জামিন আবেদন শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
অন্যদিকে আমীর খসরু গত ৯ নভেম্বর থেকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন।
২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১১ মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে এবং ১০ মামলায় আমির খসরুকে আসামি করা হয়েছে। এসব মামলায় দীর্ঘদিন তাঁদের গ্রেপ্তার না দেখানোর কারণে গত ১৩ ডিসেম্বর তাঁদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিনের আবেদন ফিরিয়ে দেন। এর পরদিন এক মামলায় দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পল্টন থানার পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মির্জা ফখরুল ও আমির খসরু এই মামলায় এজাহারনামীয় আসামি। এজাহারনামীয় ও তাদের সহযোগী আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধে দাঙ্গা-হাঙ্গামা করতে বাঁশের লাঠি নিয়ে সজ্জিত হয়ে পুলিশকে আক্রমণ, বলপ্রয়োগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর জখম করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ব্যক্তি ও সম্পত্তির ক্ষতি সাধন করে। উল্লেখিত আসামিরা বিএনপির কেন্দ্রীয় নেতা। তারা ঘটনার দিন নাশকতা ও অরাজক পরিবেশ সৃষ্টির জন্য প্রকাশ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় ও পলাতক আসামিরা নাশকতামূলক কার্যক্রমে অংশ নেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করতে দুজনকে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২২ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে