নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এই মুহূর্তে জেলা পরিষদের নির্বাচনে সরাসরি ভোট নেওয়ার কোন সুযোগ নাই। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এসডিজি অর্জনে জেলা পরিষদকে শক্তিশালীকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন।
এর আগে কর্মশালায় জেলা পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল আলোচকেরা সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন আয়োজনের দাবি তুলে ধরেন।
মন্ত্রী বলেন, শুধু নির্বাচন মানেই গণতন্ত্র নয়। গণতন্ত্র চর্চা করার মত আরও অনেক বিষয় আছে। ব্যক্তিগত ভাবে আমি নিজেও চাই এ নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে হোক। তবে এই মুহূর্তে তা সম্ভব নয়।
এ সময় কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোমেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব পাণ্ডে।
প্রবন্ধে উল্লেখ করা হয় বর্তমানে জেলা পরিষদগুলোর দুর্বলতা হচ্ছে আইন প্রয়োগে প্রাতিষ্ঠানিকতার অভাব, অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতা এবং বিভিন্ন আয়তনের জেলায় একই সংখ্যক সদস্যের কাঠামো।
সমস্যার সমাধান হিসেবে প্রবন্ধে বলা হয়, আয়তন এবং জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেক জেলায় ভিন্ন কাঠামো তৈরি, বাণিজ্যিক প্রকল্পের জন্য প্রশিক্ষণের মাধ্যমে পর্যাপ্ত জন কাঠামো নির্মাণ করতে হবে। এ ছাড়া জনসাধারণের সরাসরি ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন এবং জেলা পরিষদে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার সুপারিশ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ারড, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এই মুহূর্তে জেলা পরিষদের নির্বাচনে সরাসরি ভোট নেওয়ার কোন সুযোগ নাই। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এসডিজি অর্জনে জেলা পরিষদকে শক্তিশালীকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন।
এর আগে কর্মশালায় জেলা পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল আলোচকেরা সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন আয়োজনের দাবি তুলে ধরেন।
মন্ত্রী বলেন, শুধু নির্বাচন মানেই গণতন্ত্র নয়। গণতন্ত্র চর্চা করার মত আরও অনেক বিষয় আছে। ব্যক্তিগত ভাবে আমি নিজেও চাই এ নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে হোক। তবে এই মুহূর্তে তা সম্ভব নয়।
এ সময় কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোমেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব পাণ্ডে।
প্রবন্ধে উল্লেখ করা হয় বর্তমানে জেলা পরিষদগুলোর দুর্বলতা হচ্ছে আইন প্রয়োগে প্রাতিষ্ঠানিকতার অভাব, অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতা এবং বিভিন্ন আয়তনের জেলায় একই সংখ্যক সদস্যের কাঠামো।
সমস্যার সমাধান হিসেবে প্রবন্ধে বলা হয়, আয়তন এবং জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেক জেলায় ভিন্ন কাঠামো তৈরি, বাণিজ্যিক প্রকল্পের জন্য প্রশিক্ষণের মাধ্যমে পর্যাপ্ত জন কাঠামো নির্মাণ করতে হবে। এ ছাড়া জনসাধারণের সরাসরি ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন এবং জেলা পরিষদে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার সুপারিশ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ারড, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে