নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইয়াবার ব্যবসার সঙ্গে বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা নিজে জড়িত বলে স্বীকার করেছেন আদালতে। রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মাদকের একটি মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাইনুল ইসলাম এর কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
খিলক্ষেত থানায় দায়ের করা এই মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর পিয়াসা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালত সূত্রে জানা গেছে, পিয়াসা জবানবন্দিতে বলেছেন, তিনি তার সহযোগী মিশু ও জিসানের সহযোগিতায় এই ব্যবসা করেন। মিশু ও জিসান তাকে ইয়াবা সরবরাহ করে থাকেন। পরে আসার বাসা থেকে এই ইয়াবা সমাজের বিশেষ শ্রেণির কিছু লোক সংগ্রহ করে নেয়।
জবানবন্দিতে তিনি আরও বেশ কয়েকজন ইয়াবাসেবী ও ইয়াবা ব্যবসায়ী জড়িত বলে উল্লেখ করেছেন।
রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গত ১ আগস্ট রাত ১০টার অভিযান চালিয়ে আটক করা হয়।
এ সময় পিয়াসার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করা হয়। প্যাকেটে ছিল মোট ৬ শ' পিস ইয়াবা। এ ছাড়া পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল ও বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় গুলশান থানায় ২ আগস্ট মামলা হয়।
এদিকে গত ৪ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পিয়াসার সহযোগী মিশুকে আটক করা হয়। মিশুর কাছ থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় পিয়াসাকে আসামি করা হয়।
অন্যদিকে মিশুর সঙ্গে গ্রেপ্তার জিসানকে নিয়ে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়। এই মামলায় পিয়াসা জবানবন্দি দেন।

ইয়াবার ব্যবসার সঙ্গে বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা নিজে জড়িত বলে স্বীকার করেছেন আদালতে। রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মাদকের একটি মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাইনুল ইসলাম এর কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
খিলক্ষেত থানায় দায়ের করা এই মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর পিয়াসা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালত সূত্রে জানা গেছে, পিয়াসা জবানবন্দিতে বলেছেন, তিনি তার সহযোগী মিশু ও জিসানের সহযোগিতায় এই ব্যবসা করেন। মিশু ও জিসান তাকে ইয়াবা সরবরাহ করে থাকেন। পরে আসার বাসা থেকে এই ইয়াবা সমাজের বিশেষ শ্রেণির কিছু লোক সংগ্রহ করে নেয়।
জবানবন্দিতে তিনি আরও বেশ কয়েকজন ইয়াবাসেবী ও ইয়াবা ব্যবসায়ী জড়িত বলে উল্লেখ করেছেন।
রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গত ১ আগস্ট রাত ১০টার অভিযান চালিয়ে আটক করা হয়।
এ সময় পিয়াসার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করা হয়। প্যাকেটে ছিল মোট ৬ শ' পিস ইয়াবা। এ ছাড়া পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল ও বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় গুলশান থানায় ২ আগস্ট মামলা হয়।
এদিকে গত ৪ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পিয়াসার সহযোগী মিশুকে আটক করা হয়। মিশুর কাছ থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় পিয়াসাকে আসামি করা হয়।
অন্যদিকে মিশুর সঙ্গে গ্রেপ্তার জিসানকে নিয়ে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়। এই মামলায় পিয়াসা জবানবন্দি দেন।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১১ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে