নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তালেবানের জন্য যারা দেশ ছেড়েছে, তাদের বিষয়ে সতর্ক রয়েছে গোয়েন্দারা। দেশে ঢোকার চেষ্টা করলেই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের কারও সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলে তার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করুন।’ গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘তালেবান রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পরই ঘোষণা করবে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। আমেরিকাকে যুদ্ধে পরাজিত করে আফগানিস্তানকে স্বাধীন করেছে। এর প্রেক্ষাপটে যুবকদের মধ্যে উৎসাহ তৈরি হতে পারে। এই ঢেউ উপমহাদেশসহ সব দেশেই লাগবে। তাই এ ব্যাপারে অভিভাবক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত।’
ডিএমপি কমিশনার বলেন, আফগানিস্তানফেরত বাংলাদেশিরাই হরকাতুল জিহাদ (হুজি), জেএমবিসহ একাধিক জঙ্গিগোষ্ঠী তৈরি করে। এসব জঙ্গিগোষ্ঠী তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল তারা কাশ্মীরে গিয়ে যুদ্ধ করবে। তারা আফগানিস্তানে যুদ্ধ করে জয়লাভ করেছে, তাই কাশ্মীরে গিয়ে যুদ্ধ করেও জয়লাভ করবে বলে ধারণা করেছিল।
ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা বলেন, ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা ঘটনার পরে জঙ্গি সংগঠনগুলোকে মোটামুটি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল পুলিশ। হঠাৎ করে ইরাকে মার্কিন হস্তক্ষেপ হলো এবং আন্তর্জাতিকভাবে সাহায্য-সহযোগিতার মাধ্যমে আইএসের উদ্ভব হলো। পরে দ্বিতীয় দফায় জঙ্গি সংগঠন তৈরি হলো দেশে। সেই আইএসের ভাবাদর্শের এই নব্য জেএমবি।
কমিশনার বলেন, বাংলাদেশে জঙ্গিদের যে উত্থান, তা সব সময়ই আন্তর্জাতিক কোনো ঘটনার প্রেক্ষাপটেই হয়েছে।
এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশে কয়েকটি জঙ্গি সংগঠন রয়েছে, যারা আফগানিস্তানফেরত যোদ্ধাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এসব সংগঠন নতুন করে অনুপ্রেরণা পাবে এবং উজ্জীবিত হবে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম কাজ এদের রুখে দেওয়া।

তালেবানের জন্য যারা দেশ ছেড়েছে, তাদের বিষয়ে সতর্ক রয়েছে গোয়েন্দারা। দেশে ঢোকার চেষ্টা করলেই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের কারও সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলে তার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করুন।’ গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘তালেবান রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পরই ঘোষণা করবে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। আমেরিকাকে যুদ্ধে পরাজিত করে আফগানিস্তানকে স্বাধীন করেছে। এর প্রেক্ষাপটে যুবকদের মধ্যে উৎসাহ তৈরি হতে পারে। এই ঢেউ উপমহাদেশসহ সব দেশেই লাগবে। তাই এ ব্যাপারে অভিভাবক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত।’
ডিএমপি কমিশনার বলেন, আফগানিস্তানফেরত বাংলাদেশিরাই হরকাতুল জিহাদ (হুজি), জেএমবিসহ একাধিক জঙ্গিগোষ্ঠী তৈরি করে। এসব জঙ্গিগোষ্ঠী তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল তারা কাশ্মীরে গিয়ে যুদ্ধ করবে। তারা আফগানিস্তানে যুদ্ধ করে জয়লাভ করেছে, তাই কাশ্মীরে গিয়ে যুদ্ধ করেও জয়লাভ করবে বলে ধারণা করেছিল।
ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা বলেন, ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা ঘটনার পরে জঙ্গি সংগঠনগুলোকে মোটামুটি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল পুলিশ। হঠাৎ করে ইরাকে মার্কিন হস্তক্ষেপ হলো এবং আন্তর্জাতিকভাবে সাহায্য-সহযোগিতার মাধ্যমে আইএসের উদ্ভব হলো। পরে দ্বিতীয় দফায় জঙ্গি সংগঠন তৈরি হলো দেশে। সেই আইএসের ভাবাদর্শের এই নব্য জেএমবি।
কমিশনার বলেন, বাংলাদেশে জঙ্গিদের যে উত্থান, তা সব সময়ই আন্তর্জাতিক কোনো ঘটনার প্রেক্ষাপটেই হয়েছে।
এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশে কয়েকটি জঙ্গি সংগঠন রয়েছে, যারা আফগানিস্তানফেরত যোদ্ধাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এসব সংগঠন নতুন করে অনুপ্রেরণা পাবে এবং উজ্জীবিত হবে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম কাজ এদের রুখে দেওয়া।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১৫ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১৮ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
৩২ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে