আজকের পত্রিকা ডেস্ক

রাষ্ট্রপতি পদকে সংবিধানের ঊর্ধ্বে স্থাপন করাকে ফ্যাসিবাদ বলে মন্তব্য করেছেন দ্য নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর।
আজ শুক্রবার ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) এর প্রধান কার্যালয়ে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রের সার্বিক সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল কবীর বলেন, ‘সংবিধান বদলানোর জন্য ভোটের প্রয়োজন দুই তৃতীয়াংশ। অথচ তার অধীনে সৃষ্ট পদ রাষ্ট্রপতিকে বদলানোর জন্য ভোট লাগে চার তৃতীয়াংশ। এটা কি সংবিধানের ওপর একজন ব্যক্তিকে স্থাপন করা হলো না? এটাই ফ্যাসিবাদ।’
হাইকোর্টের রায় ভিনদেশি ভাষায় লেখারও সমালোচনা করেন নুরুল কবির। বলেন, এই দেশের নাম বাংলাদেশ, এখানকার সবাই বাংলায় কথা বলে। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কোর্ট সিস্টেম আছে। সেই কোর্টের রায় বাংলায় লেখা হবে না কেন?
আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘বিচার ব্যবস্থা নিয়ে বর্তমানে নৈরাজ্য শুরু হয়েছে। বল প্রয়োগ বা সময় বেঁধে দেওয়ার সংস্কৃতি আমাদের বিচারব্যবস্থাকে দুর্বল করে ফেলছে।’
আর বিচার বিভাগের স্বাধীনতার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন। তিনি বলেন, ‘এখন আমাদের বিচার বিভাগের স্বাধীনতার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া হচ্ছে কিনা সে দিকে মনোযোগ দেওয়া উচিত।’
রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থেই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আইন করেনি বলে মন্তব্য করেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কোনো সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (৯৫ অনুচ্ছেদ অনুযায়ী) আইন করেনি। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে এমনটি করেনি।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. রিদওয়ানুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং লেখক ও গবেষক মিল্লাত হোসেন।

রাষ্ট্রপতি পদকে সংবিধানের ঊর্ধ্বে স্থাপন করাকে ফ্যাসিবাদ বলে মন্তব্য করেছেন দ্য নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর।
আজ শুক্রবার ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) এর প্রধান কার্যালয়ে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রের সার্বিক সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল কবীর বলেন, ‘সংবিধান বদলানোর জন্য ভোটের প্রয়োজন দুই তৃতীয়াংশ। অথচ তার অধীনে সৃষ্ট পদ রাষ্ট্রপতিকে বদলানোর জন্য ভোট লাগে চার তৃতীয়াংশ। এটা কি সংবিধানের ওপর একজন ব্যক্তিকে স্থাপন করা হলো না? এটাই ফ্যাসিবাদ।’
হাইকোর্টের রায় ভিনদেশি ভাষায় লেখারও সমালোচনা করেন নুরুল কবির। বলেন, এই দেশের নাম বাংলাদেশ, এখানকার সবাই বাংলায় কথা বলে। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কোর্ট সিস্টেম আছে। সেই কোর্টের রায় বাংলায় লেখা হবে না কেন?
আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘বিচার ব্যবস্থা নিয়ে বর্তমানে নৈরাজ্য শুরু হয়েছে। বল প্রয়োগ বা সময় বেঁধে দেওয়ার সংস্কৃতি আমাদের বিচারব্যবস্থাকে দুর্বল করে ফেলছে।’
আর বিচার বিভাগের স্বাধীনতার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন। তিনি বলেন, ‘এখন আমাদের বিচার বিভাগের স্বাধীনতার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া হচ্ছে কিনা সে দিকে মনোযোগ দেওয়া উচিত।’
রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থেই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আইন করেনি বলে মন্তব্য করেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কোনো সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (৯৫ অনুচ্ছেদ অনুযায়ী) আইন করেনি। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে এমনটি করেনি।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. রিদওয়ানুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং লেখক ও গবেষক মিল্লাত হোসেন।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৫ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৩ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৮ মিনিট আগে