নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদের বিরুদ্ধে ৩ কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে নির্যাতন করে টাকা নেওয়ার এ অভিযোগে আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা–কর্মচারীদের অনিয়ম খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ডিবি।
এদিকে অভিযোগের বিষয়ে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, যেকেউ যেকারোর বিরুদ্ধে অভিযোগ দিতেই পারে। তদন্তেই সত্য মিথ্যা বেরিয়ে আসবে।
গত ১১ ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ এক অফিস আদেশে অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবীকে। আর ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (প্রশাসন) শফিকুল ইসলামকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ডিবির ওয়ারী বিভাগের ডিসি আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে অমানুষিক নির্যাতন করে অবৈধভাবে ৩ কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে এই কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা গেছে, জসিম উদ্দিন নামের ওই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ অধিদপ্তরসহ ডিবি অফিসে ওয়ারী বিভাগের গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ বলেন, এমন একটি অভিযোগ ডিবিসহ বেশ কয়েকটি সংস্থাতে জমা পড়েছিল। দুই সদস্যের কমিটি করে আমরা বিষয়টা তদন্ত করছি। যাচাই-বাছাই ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদের বিরুদ্ধে ৩ কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে নির্যাতন করে টাকা নেওয়ার এ অভিযোগে আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা–কর্মচারীদের অনিয়ম খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ডিবি।
এদিকে অভিযোগের বিষয়ে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, যেকেউ যেকারোর বিরুদ্ধে অভিযোগ দিতেই পারে। তদন্তেই সত্য মিথ্যা বেরিয়ে আসবে।
গত ১১ ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ এক অফিস আদেশে অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবীকে। আর ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (প্রশাসন) শফিকুল ইসলামকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ডিবির ওয়ারী বিভাগের ডিসি আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে অমানুষিক নির্যাতন করে অবৈধভাবে ৩ কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে এই কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা গেছে, জসিম উদ্দিন নামের ওই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ অধিদপ্তরসহ ডিবি অফিসে ওয়ারী বিভাগের গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ বলেন, এমন একটি অভিযোগ ডিবিসহ বেশ কয়েকটি সংস্থাতে জমা পড়েছিল। দুই সদস্যের কমিটি করে আমরা বিষয়টা তদন্ত করছি। যাচাই-বাছাই ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৪ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৫ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে