নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদের বিরুদ্ধে ৩ কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে নির্যাতন করে টাকা নেওয়ার এ অভিযোগে আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা–কর্মচারীদের অনিয়ম খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ডিবি।
এদিকে অভিযোগের বিষয়ে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, যেকেউ যেকারোর বিরুদ্ধে অভিযোগ দিতেই পারে। তদন্তেই সত্য মিথ্যা বেরিয়ে আসবে।
গত ১১ ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ এক অফিস আদেশে অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবীকে। আর ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (প্রশাসন) শফিকুল ইসলামকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ডিবির ওয়ারী বিভাগের ডিসি আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে অমানুষিক নির্যাতন করে অবৈধভাবে ৩ কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে এই কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা গেছে, জসিম উদ্দিন নামের ওই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ অধিদপ্তরসহ ডিবি অফিসে ওয়ারী বিভাগের গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ বলেন, এমন একটি অভিযোগ ডিবিসহ বেশ কয়েকটি সংস্থাতে জমা পড়েছিল। দুই সদস্যের কমিটি করে আমরা বিষয়টা তদন্ত করছি। যাচাই-বাছাই ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদের বিরুদ্ধে ৩ কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে নির্যাতন করে টাকা নেওয়ার এ অভিযোগে আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা–কর্মচারীদের অনিয়ম খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ডিবি।
এদিকে অভিযোগের বিষয়ে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, যেকেউ যেকারোর বিরুদ্ধে অভিযোগ দিতেই পারে। তদন্তেই সত্য মিথ্যা বেরিয়ে আসবে।
গত ১১ ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ এক অফিস আদেশে অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবীকে। আর ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (প্রশাসন) শফিকুল ইসলামকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ডিবির ওয়ারী বিভাগের ডিসি আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে অমানুষিক নির্যাতন করে অবৈধভাবে ৩ কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে এই কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা গেছে, জসিম উদ্দিন নামের ওই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ অধিদপ্তরসহ ডিবি অফিসে ওয়ারী বিভাগের গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ বলেন, এমন একটি অভিযোগ ডিবিসহ বেশ কয়েকটি সংস্থাতে জমা পড়েছিল। দুই সদস্যের কমিটি করে আমরা বিষয়টা তদন্ত করছি। যাচাই-বাছাই ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে।

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
৩৬ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
৩৭ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে