নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী। তবে মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গতকাল শনিবার রাতে তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে বিএনপি। গতকাল দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘রাত ১২টার পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘিরে ফেলে ডিবি। এরপর থেকে রবিনের হদিস মিলছে না। তাঁর পরিবার থেকেও কিছু বলতে পারছে না। রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এটা অনেকেই দেখেছেন। আমরা বলছি, তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশ তা স্বীকার করছে না।’
রিজভীর এমন অভিযোগের পর আজ দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে রবিনসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা বলা হয়। পুলিশ বলছে, গতকাল রাতে তাঁদের আটক করা হয়েছে। যদিও বিএনপির একটি সূত্র বলছে, তাঁদের অন্তত ১৫ জন নেতা-কর্মীকে ধরে নিয়ে গেছে ডিবি। এদিকে পুলিশের ভাষ্যে ১২ জন আটকের তথ্য দেওয়া হলেও রবিন ছাড়া আর কারও নাম জানায়নি ডিএমপি।
যুগ্ম-পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী বলেন, গতকাল রাতে নাইটিঙ্গেল মোড়ে অভিযান চালিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে গতকাল রাত পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, ‘আমাদের কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে এখানে এসেছি। এখনো সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকে দেখতে পাচ্ছি।’
মির্জা আব্বাস বলেন, ‘সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া সন্ধ্যায় কার্যালয়ে বেশ কয়েকজন নেতা–কর্মী আটকে ছিলেন।’
বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গত ১৫ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে, সেটা তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী। তবে মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গতকাল শনিবার রাতে তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে বিএনপি। গতকাল দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘রাত ১২টার পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘিরে ফেলে ডিবি। এরপর থেকে রবিনের হদিস মিলছে না। তাঁর পরিবার থেকেও কিছু বলতে পারছে না। রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এটা অনেকেই দেখেছেন। আমরা বলছি, তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশ তা স্বীকার করছে না।’
রিজভীর এমন অভিযোগের পর আজ দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে রবিনসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা বলা হয়। পুলিশ বলছে, গতকাল রাতে তাঁদের আটক করা হয়েছে। যদিও বিএনপির একটি সূত্র বলছে, তাঁদের অন্তত ১৫ জন নেতা-কর্মীকে ধরে নিয়ে গেছে ডিবি। এদিকে পুলিশের ভাষ্যে ১২ জন আটকের তথ্য দেওয়া হলেও রবিন ছাড়া আর কারও নাম জানায়নি ডিএমপি।
যুগ্ম-পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী বলেন, গতকাল রাতে নাইটিঙ্গেল মোড়ে অভিযান চালিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে গতকাল রাত পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, ‘আমাদের কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে এখানে এসেছি। এখনো সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকে দেখতে পাচ্ছি।’
মির্জা আব্বাস বলেন, ‘সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া সন্ধ্যায় কার্যালয়ে বেশ কয়েকজন নেতা–কর্মী আটকে ছিলেন।’
বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গত ১৫ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়। আজরাইল কখন আসে, সেটা তো আর বলা যায় না। এরা তো আজরাইলের মতো আমাদের পেছনে লেগেই আছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
৫ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে