জহিরুল আলম পিলু

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ। শহীদ পরিবারের সদস্যদের বুকের চাপা আর্তনাদ, একদিন দোয়ায় পরিণত হবে।
যাত্রাবাড়ীতে আজ বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্যই করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতিরোধ ক্ষেত্র যাত্রাবাড়ী থানার সামনে আজ ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতার পাশাপাশি গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য এবং গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে স্থানীয়দের উদ্দেশে শিল্প উপদেষ্টা বলেন, ‘এই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ। আমরা যে বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিলাম, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা বুকে নিয়ে আপনাদের পাশে জুলাইয়ের শেষ থেকে রাস্তায় দাঁড়িয়েছি। সেই বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশে আর কখনো শোষণ, বঞ্চনা ও বৈষম্য থাকবে না।
‘শহীদ পরিবারের সদস্যদের বুকের যেই চাপা আর্তনাদ, একদিন সেই আর্তনাদের জায়গাটা দোয়ায় পরিণত হবে। যেই বাংলাদেশ তরুণদের অকুতোভয় লড়াইয়ের মধ্য দিয়ে নতুন দেশের জন্ম দিতে পেরেছে, আপনাদের সবাইকে আবারও সেই বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তারা বারবার ফিরে আসার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে।
সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হলে গোপালগঞ্জের মতো আরও পরিস্থিতি হতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলের লোকজন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন, সেই ঐক্য ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ। শহীদ পরিবারের সদস্যদের বুকের চাপা আর্তনাদ, একদিন দোয়ায় পরিণত হবে।
যাত্রাবাড়ীতে আজ বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্যই করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতিরোধ ক্ষেত্র যাত্রাবাড়ী থানার সামনে আজ ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতার পাশাপাশি গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য এবং গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে স্থানীয়দের উদ্দেশে শিল্প উপদেষ্টা বলেন, ‘এই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ। আমরা যে বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিলাম, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা বুকে নিয়ে আপনাদের পাশে জুলাইয়ের শেষ থেকে রাস্তায় দাঁড়িয়েছি। সেই বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশে আর কখনো শোষণ, বঞ্চনা ও বৈষম্য থাকবে না।
‘শহীদ পরিবারের সদস্যদের বুকের যেই চাপা আর্তনাদ, একদিন সেই আর্তনাদের জায়গাটা দোয়ায় পরিণত হবে। যেই বাংলাদেশ তরুণদের অকুতোভয় লড়াইয়ের মধ্য দিয়ে নতুন দেশের জন্ম দিতে পেরেছে, আপনাদের সবাইকে আবারও সেই বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তারা বারবার ফিরে আসার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে।
সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হলে গোপালগঞ্জের মতো আরও পরিস্থিতি হতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলের লোকজন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন, সেই ঐক্য ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
১ ঘণ্টা আগে